জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, ‘বিভিন্ন দেশ থেকে করোনা টিকা না পাওয়ায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের হতাশায় বোঝা যাচ্ছে যে বাংলাদেশ বিশ্বে 'বন্ধুহীন' হয়ে গেছে।’
শনিবার রাজধানীর বারিধারা এলাকার যুগান্তর ভবনে জাতীয় যুব সংঘের সভায় বক্তব্য দেয়ার সময় জাতীয় পার্টির প্রধান এই মন্তব্য করেন।
সাংবাদিকদের জিএম কাদের বলেন, ‘পররাষ্ট্রমন্ত্রী বেশ কয়েকটি দেশ সফর করে করোনার টিকা না পেয়ে গভীর হতাশা প্রকাশ করেছেন।ধনী দেশগুলো বাংলাদেশকে টিকা দিতে রাজি নয়। এই পরিস্থিতিতে, বাংলাদেশ বিশ্বে বন্ধুহীন হয়ে পড়েছে।’
আরও পড়ুন: মানবাধিকার ইস্যুতে আপস করবে না জাপা: জিএম কাদের
তিনি বলেন, ‘যদিও পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে সারা বিশ্বে দেশের মর্যাদা বৃদ্ধি পেয়েছে, ২০২১ সালে হেনলি পাসপোর্ট সূচকে বাংলাদেশের অবস্থান ১০৬তম। ১৯৯৬ সালে এর অবস্থান ছিল ৯৬তম। প্রধানমন্ত্রী এবং তার মন্ত্রিসভার সদস্যদের মর্যাদা বিশ্বে বাড়তে পারে। সাধারণ মানুষের মর্যাদা মোটেও বাড়েনি, বরং হ্রাস পেয়েছে। যে কারণে এখন বাংলাদেশি পাসপোর্ট নিয়ে যারা বিদেশে যান তাদের বিভিন্ন ধরনের হয়রানির সম্মুখীন হতে হয়।’
সংসদে বিরোধী দলীয় উপ নেতা জিএম কাদের বলেছেন, ‘রাজনীতির কারণে দেশে সুশাসনের অভাব রয়েছে। দেশের পরিস্থিতি এতটাই খারাপ হয়ে গেছে যে এখন ক্ষমতাসীন দলের সঙ্গে যুক্ত না হয়ে পরীক্ষায় প্রথম হয়েও চাকরি পাওয়া সম্ভব নয়।’
জাতীয় পার্টির প্রধান বলেন, ‘ক্ষমতাসীন দলের নেতারা অপরাধ করলেও আদালত বেকসুর খালাস দেয়। কারণ আইন সবার জন্য সমানভাবে প্রয়োগ করা হয় না।’
আরও পড়ুন: জীবন বাঁচাতে ফিল্ড হাসপাতাল নির্মাণের বিকল্প নেই: জিএম কাদের
তিনি বলেন, ‘জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা এইচ এম এরশাদের শাসনামলে কেউ আইনের ঊর্ধ্বে ছিলেন না। সুতরাং, জনগণ আওয়ামী লীগ ও বিএনপির বিকল্প শক্তি হিসেবে জাতীয় পার্টিকে প্রত্যাশা করছে। তারা চায় জাতীয় পার্টি ক্ষমতায় ফিরুক।’
দলকে আরও শক্তিশালী করতে জিএম কাদের দলীয় নেতাকর্মীদের প্রতি ৩১ ডিসেম্বরের মধ্যে দলের সকল জেলা ইউনিটের কাউন্সিল আয়োজন করার আহ্বান জানান।
আরও পড়ুন: স্বাস্থ্য খাতের বাজেট লুট হচ্ছে: জিএম কাদের