শহরে নির্মাণাধীন নতুন জেলখানার সামনে শুক্রবার রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন রায়ের মহল বড় মসজিদ এলাকার মো. শহিদের ছেলে সাইফুল (৩৫) ও পশ্চিমপাড়া এলাকার মোল্লা শরিফুলের ছেলে নাঈম (২৬)।
তাদের মধ্যে সাইফুল মোটরসাইকেলের গ্যারেজে কাজ করতেন আর নাঈম দিনমজুর। তাদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক জানান, সাইফুল ও নাঈম মোটরসাইকেলে করে রায়ের মহল এলাকা থেকে খুলনা জিরো পয়েন্টের দিকে যাচ্ছিলেন। পথে যশোরগামী একটি ট্রাক সিটি বাইপাস সড়কে তাদের চাপা দিলে ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয়।
দুর্ঘটনার পর চালক দ্রুত গতিতে ট্রাক নিয়ে পালিয়ে যান।
আরও পড়ুন: কানাডার মহাসড়কে ৩ বাংলাদেশি শিক্ষার্থী নিহত
আরও পড়ুন: মরণ যান মোটরসাইকেল: তিন জেলায় নিহত ৪
মোটরসাইকেল দুর্ঘটনায় দেশে মৃত্যুর সারি ক্রমশ দীর্ঘ হচ্ছে। শুক্রবারেই তিন জেলা রংপুর, মাগুরা ও ফেনীতে নিহত হয়েছেন চারজন।
রংপুরে ট্রাকাচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হন। বিকাল ৩টার দিকে নগরীর ধান গবেষণা ইনস্টিটিউটের সামনে ঢাকা-রংপুর মহাসড়কের বারো আউলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন নগরীর নাজিরদিগরের বাসিন্দা শিমুল (২৮) এবং দর্শনার সোহেল রানা (৩০)।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুজন মোটরসাইকেলে করে মিঠাপুকুরের দিকে যাওয়ার সময় মাইক্রোবাসের সাথে ধাক্কা লেগে মাটিতে পড়ে যান। এ সময় পেছন দিক থেকে আসা একটি পাথরবাহী ট্রাকা তাদের চাপা দিলে ঘটনাস্থলেই দুজন মারা যান।
মাগুরার মহম্মদপুর উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে একজন নিহত হন। বিকালে শ্যামনগর গ্রামের উচু ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটনা ঘটে।
নিহত বানাই শেখ (৪০) উপজেলার দীঘা ইউনিয়নের জনার্দনপুর গ্রামের রুস্তম আলীর ছেলে।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ৩
আরও পড়ুন: ওমানে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত
আরও পড়ুন: মোটরসাইকেল দুর্ঘটনায় সীতাকুণ্ড-গাজীপুরে পুলিশ সদস্যসহ নিহত ৩
ফেনীর সিলোনিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে লরিচাপায় মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হন। নিহত সালাউদ্দিন অনিকের (২৭) বাসা ঢাকার যাত্রাবাড়ীতে।
অনিকের বন্ধু সাইফুল জানান, ভোরে বাসা থেকে অনিক মোটরসাইকেলে এবং তার পরিবারের সদস্যরা প্রাইভেটকারে করে রাঙামাটি ভ্রমণে যাচ্ছিলেন। পথে সকাল সাড়ে ৯টার দিকে সিলোনিয়া এলাকায় একটি লরি অনিকের বাইককে চাপা দিলে ঘটনাস্থলে তিনি মারা যান।
অনিকের সাথে তার সাতজন বন্ধু ছয়টি মোটরবাইক নিয়ে রাঙামাটি যাচ্ছিলেন।