চট্টগ্রামে পৃথক ঘটনায় এক সিভিল ইঞ্জিনিয়ারসহ তিন জনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকাল থেকে দুপুরের মধ্যে জেলার বাঁশখালী, লোহাগাড়া ও সাতকানিয়া উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনা ও বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় এই তিন জন মারা যান।
পুলিশ জানায়, লোহাগাড়া উপজেলার আমিরাবাদ এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশ থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে। সকালে স্থানীয় খালেকের দোকান এলাকায় অজ্ঞাতনামা ওই নারীর লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দিয়ে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।
আরও পড়ুন: শীতলক্ষ্যায় ‘ত্রুটিপূর্ণ’ সেতুর কারণে আরও লঞ্চ দুর্ঘটনার আশঙ্কা নৌপরিবহন প্রতিমন্ত্রী’র
স্থানীয়রা জানায়, ওই নারী ছিলেন মানসিক ভারসাম্যহীন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গত রাতের সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন তিনি। লাশের পায়ে ও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসাইন মাহমুদ বলেন, ‘এলাকাবাসী দেখে খবর দিলে ওই নারীর লাশটি উদ্ধার করা হয় । বর্তমানে সেটি দোহাজারী হাইওয়ে থানার হেফাজতে রয়েছে।’
এদিকে বাঁশখালী উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে এক সিভিল ইঞ্জিনিয়ারের মৃত্যু হয়েছে। ওই ইঞ্জিনিয়ারের নাম বোরহান উদ্দিন রব্বানী (২৫)। তিনি পূর্ব বড়ঘোনার ডা. আরিফ রহমানের ছেলে।
সকাল ১১টায় গণ্ডামারা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পূর্ব বড়ঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিজ বাড়িতে মোটর (সেচ পাম্প) মেরামত করার সময় বোরহান উদ্দিন রব্বানী বিদ্যুৎস্পৃষ্ট হন। তিনি চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা সম্পন্ন করেন।
আরও পড়ুন: সড়ক দুর্ঘটনায় মাগুরায় অগ্রণী ব্যাংকের এজিএম নিহত
নিহত ইঞ্জিনিয়ার বোরহান উদ্দীন রব্বানীর ভগ্নিপতি আবু বক্কর সিকদার বলেন, বোরহান সকাল ১১টার সময় নিজ বাড়িতে পানি সেচের মোটর মেরামত করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হন। ঘটনাস্থল থেকে স্বজনেরা তাকে উদ্ধার করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এছাড়া সাতকানিয়ায় অটোরিকশার ধাক্কায় মোহাম্মদ জিহান নামে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার খাগরিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড গণিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু জিহান ওই এলাকার খন্দকার বাড়ির মোহাম্মদ বেলালের ছেলে।
আরও পড়ুন: মার্চে সারাদেশে সড়ক দুর্ঘটনায় নিহত ৫১৩: আরএসএফ
সাতকানিয়া থানার উপপরিদর্শক (এসআই) মোল্যা জাহাঙ্গীর বিষয়টি নিশ্চিত করে বলেন, 'বাড়ির সামনে চার শিশু রাস্তা পার হচ্ছিল। অন্য তিন শিশু পার হলেও সে রাস্তা পার হতে পারেনি। দুর্ঘটনাবশত একটি ব্যাটারিচালিত অটোরিকশা চাপায় সে গুরুতর আহত হয়।'