এ সময় তিন মাদক পাচারকারীকে আটক এবং দুটি মোটরসাইকেল ও পাঁচটি মোবাইল ফোন জব্দ করা হয়।
নগরীর হালিশহর জেলা পুলিশ লাইনস কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বৃহস্পতিবার এ তথ্য জানান জেলা পুলিশ সুপার এসএম রাশিদুল হক।
আরও পড়ুন: টেকনাফে আড়াই কোটি টাকার ইয়াবার চালান জব্দ
আটক তিনজন হলেন কক্সবাজারের টেকনাফ থানার দমদমিয়া হ্নীলা এলাকার নুরুল হকের ছেলে মাহমুদুল হক (২৩), সদর ইউনিয়নের লেঙ্গুরবিল এলাকার সালেহ আহমদের ছেলে মো. ইব্রাহিম (২৬) ও একই এলাকার খলিলুর রহমানের ছেলে জাহেদ হোসাইন (২৫)।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে মোটরসাইকেলে করে ইয়াবা পাচার করছে একটি চক্র। এ তথ্যের ভিত্তিতে পটিয়া ও আনোয়ারা থানা পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে।
আরও পড়ুন: টেকনাফে ২.৮ লাখ ইয়াবাসহ মিয়ানমারের ৭ নাগরিক আটক
অভিযানের সময় আনোয়ারার কালাবিবির দিঘীর মোড় এলাকায় বাঁশখালী-চট্টগ্রাম সড়কে তল্লাশি চৌকি বসিয়ে সন্দেহজনক দুটি মোটরসাইকেলকে থামার সংকেত দিলে সংশ্লিষ্টরা মোটরসাইকেল রেখে দৌড়ে পালানোর চেষ্টা করেন। তবে তাৎক্ষণিকভাবে ধাওয়া করে তাদের আটকের পর সাথে থাকা দুটি ব্যাকপ্যাকে মোট এক লাখ ৪৬ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।
আরও পড়ুন: কৌশলে হাতে ইয়াবা দিয়ে স্ত্রীকে পুলিশে ধরিয়ে দেন স্বামী!
পুলিশ সুপার রাশিদুল হক বলেন, ‘তিন যুবকের মধ্যে মাহমুদুল স্নাতক ও জাহেদ উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী এবং ইব্রাহিম কৃষক। তারা বহনকারী হিসেবে ইয়াবার চালান চট্টগ্রাম নিয়ে আসছিলেন। চট্টগ্রামে এ চালান পৌঁছে দিলে তারা তিন লাখ টাকা পেতেন বলে আমাদের জানিয়েছেন। তাদের কার কাছে এসব চালান পৌঁছানোর কথা ছিল তা খুঁজে বের করা হবে।’
চাঁপাইনবাবগঞ্জে ইয়াবাসহ যুবক আটক
শিবগঞ্জ উপজেলার পুকুরিয়া এলাকা থেকে বৃহস্পতিবার রাতে ৯৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সাগর আলী (২৫) নামে এক যুবককে আটক করেছে র্যাব।
আটক সাগর শ্যামপুর মিয়াপাড়ার সাদেকুল ইসলামের ছেলে।
র্যাব-৫-এর এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্পের একটি দল রাত সাড়ে ৮টার দিকে শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের পুকুরিয়া এলাকায় অভিযান চালায়। এ সময় ইয়াবাসহ সাগরকে আটক করা হয়।
আরও পড়ুন: রাজধানীতে ২৭,৬০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১
তিনি প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন ধরে অবৈধ মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
এ ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।
আরও পড়ুন: কুমিল্লায় ২০ হাজার ইয়াবাসহ আটক ১, অস্ত্র ও গুলি উদ্ধার