চাঁপাইনবাবগঞ্জে র্যাব ও বিজিবির পৃথক অভিযানে এক যুবককে আটক করা হয়েছে। এ সময় ২ কেজি ৫০ গ্রাম হেরোইন জব্দের দাবি করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। মঙ্গলবার রাতে গোমস্তাপুর উপজেলার কাশিপুর ও দৌলতবাড়ী এলাকায় এই অভিযান চালানো হয়।
আরও পড়ুনঃ খুলনায় দুই ভাই আটক, অস্ত্র উদ্ধার
আটক আব্দুল আলিমের (২৩) বাড়ি শিবগঞ্জ উপজেলার মির্জাপুর মুচড়াপাড়া এলাকায়।
র্যাব-৫ এর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্পের একটি দল মঙ্গলবার রাত ১০টার দিকে জেলার গোমস্তাপুর উপজেলার কাশিপুর এলাকায় অভিযান চালায়। এ সময় ১ কেজি ৯৫০ গ্রাম হেরোইনসহ আব্দুল আলিমকে আটক করা হয়। এ ঘটনায় গোমস্তাপুর থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।
আরও পড়ুনঃ চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র ও ভারতীয় রুপিসহ আটক ২
অন্যদিকে ৫৯ বিজিবি ব্যাটালিয়নের সোনামসজিদ বিওপির হাবিলদার রফিকুল ইসলামের নেতৃত্বে বিজিবির একটি টহল দল সোমবার রাত ৯টার দিকে সীমান্তবর্তী দৌলতবাড়ী এলাকায় একটি আমবাগানে খড়ের স্তুপ থেকে ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করে।
আরও পড়ুনঃ চাঁপাইনবাবগঞ্জে ডাকাত সন্দেহে আটক ৬, অস্ত্র উদ্ধার
এ ব্যাপারে প্রয়োজনীয় কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানানো হয়েছে।