রাজধানীর হাজারীবাগ ও দারুস সালাম থানা এলাকায় পৃথক অভিযানে কিশোর গ্যাংয়ের ‘ডন সাগর’ ও ‘মুন্না গ্রুপ’ এর ১৬ সদস্যকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র্যাব-২।
সোমবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছে র্যাব-২।
আরও পড়ুন: গাজীপুরে কিশোর গ্যাংয়ের সংঘর্ষে স্কুলছাত্র নিহত
গ্রেপ্তাররা হলেন মো. সাগর (১৩), মো. সরফরাজ আহমেদ রিমন (১৭), মো. রায়হান (১৭), মো. পলাশ হোসেন (৩২), মো. মুন্না(১৫), মো. রাসেল (১৬), মো. উজ্জল হোসেন (১৪), শাকিল হাওলাদার (১৮), মো. মুরাদ হোসেন (২০), মো. মামুন খান (১৮), রিফাদ হোসেন (১৮), মো. রায়হান (১৮), হাসান শেখ (১৯), মো. হাসনাইন (১৯), মো. নাসির উদ্দিন আলবানী (১৯) ও জয় চন্দ্র ঘোষ(১৯)।
সংবাদ সম্মেলনে বলা হয়, র্যাব-২ এর আভিযানিক দল রবিবার রাজধানীর হাজারীবাগ ও দারুস সালাম থানা এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে নানা অপরাধে জড়িত কিশোর গ্যাং এর ‘ডন সাগর’ ও ‘মুন্না গ্রুপ’ এর ১৬ সদস্যকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়।
আরও পড়ুন: রাজধানীতে ‘কিশোর গ্যাং’ এর সদস্যদের হামলায় কিশোর নিহত
এসময় তাদের কাছ থেকে ১১টি ছুরি, একটি চাপাতি, তিনটি হোল্ডিং চাকু ও একটি ক্ষুর উদ্ধার করা হয়।
আরও পড়ুন: চট্টগ্রামে কিশোর গ্যাংয়ের সাথে সংঘর্ষে যুবক খুন: আটক ২৪
র্যাব-২ গত এক মাসে তালিকাভুক্ত ১১টি কিশোর গ্যাং গ্রুপের মোট ৬২ জনকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে সক্ষম হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।