সংস্থাটির বগুড়া জেলা কার্যালয়ের অনুসন্ধানে এসআই আলমগীরের জ্ঞাত আয় বহির্ভূত ৩৯ লাখ ১৩ হাজার ৮৭৭ টাকার সন্ধানের যাচাই বাছাই শেষে রবিবার তার বিরুদ্ধে মামলা করে দূদক।
আলমগীর হোসেন সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার শৌলীসবলা গ্রামের মৃত মবজেল হোসেনের ছেলে।
আরও পড়ুন: পিকে হালদারের আরও ২ সহযোগী গ্রেপ্তার
দুদক বগুড়া জেলা কার্যালয়ের প্রেসনোটে বলা হয়েছে, এসআই আলমগীর ১৯৯৭ সালের ২৪ এপ্রিল কনষ্টেবল পদে ডিএমপিতে তৎকালীন দাঙ্গাদমন বিভাগে যোগদান করেন। এরপর ২০১৩ সালের ২১ জুলাই থেকে ২০১৫ সালের অক্টোবর পর্যন্ত বগুড়ার শাহাজানপুর থানা এবং ২০১৫ সালের নভেম্বর থেকে ২০১৮ সালের এপ্রিল পর্যন্ত বগুড়ার ডিবি কার্যালয়ে কর্মরত ছিলেন।
তিনি জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের মালিক হয়েছেন এমন তথ্য দুদকের হাতে আসলে বিষয়টি নিয়ে অনুসন্ধান শুরু করে সংস্থাটি। এসময় তিনি দুদককে তার সম্পত্তির বিবরণ দেন।
আরও পড়ুন: ওসি প্রদীপের জামিন না মঞ্জুর: সম্পত্তি ক্রোকের আবেদন
বিবরণে দেখা যায়, ৬৮ লাখ ৭৫ হাজার টাকার স্থাবর সম্পদ এবং ৩ লাখ ৭৬ হাজার ৭৮ টাকার অস্থাবর সম্পদসহ মোট ৭২ লাখ ৫১ হাজার ৭৮ টাকার মালিকানার ঘোষণা দেন তিনি।
তার এই ঘোষণা যাচাইকালে দেখা যায় তার নামে ৪৫ লাখ দুই হাজার ৭০১ টাকার গ্রহণযোগ্য আয় এবং ১৯৯৭ সাল থেকে ২০১৯ পর্যন্ত ২২ বছরে মোট ব্যয় পাওয়া যায় ১১ লাখ ৬৫ হাজার ৫০০ টাকার। ফলে তার পারিবারিক ব্যয়সহ তার মোট সম্পদ পাওয়া যায় ৮৪ লাখ ১৬ হাজার ৫৭৮ টাকা। সেক্ষেত্রে পুলিশের ওই এসআইয়ের জ্ঞাত আয়ের সাথে অসঙ্গতিপূর্ণ ৩৯ লাখ ১৩ হাজার ৮৭৭ টাকা পাওয়া যায়।
আরও পড়ুন: বগুড়ায় খাদ্যগুদাম কর্মকর্তা বরখাস্ত, দুদকের মামলা
এই টাকার উৎস অজ্ঞাত মর্মে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৭ (১) ধারায় শাস্তিযোগ্য অপরাধ বিধায় তার বিরুদ্ধে চলতি বছরের ২৪ জানুয়ারি বগুড়ায় মামলা হয়েছে।
মামলার বাদি বগুড়া জেলা দুদক কার্যালয়ের উপপরিচালক সুদীপ কুমার চৌধুরী বলেন, ‘আমাদের কাছে এসআই আলমগীর হোসেনের বিরুদ্ধে অজ্ঞাত আয়ের তথ্য আসে। পরে সেই তথ্য যাচাই বাছাইকালে তার সত্যতা মেলে। তাই তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।’
এ বিষয়ে সোনাতলা থানার এসএই আলমগীর হোসেনের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, মামলার বিষয়টি তিনি এখনো জানেন না।
আরও পড়ুন: ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তাসহ তিনজনের বিরুদ্ধে দুদকের মামলা
রাজশাহী শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যন ও সচিবের বিরুদ্ধে দুদকের মামলা