বাগেরহাটের মোড়েলগঞ্জে বাড়িতে প্রবেশের পথ নিয়ে বিরোধের জেরে এক নারীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ সময় উভয় পক্ষের ৫ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের গুয়াতলা গ্রামে ঘটনাটি ঘটে। আহতদের মোড়েলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নিহত শাহিনুর বেগম (৪৫) বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার গুয়াতলা গ্রামের জাকির তালুকদারের স্ত্রী।
আরও পড়ুন: রাজশাহীতে স্থানীয় ‘আ. লীগের’ বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে পিটিয়ে আহত করার অভিযোগ
মোড়েলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সামসুদ্দিন বলেন, গুয়াতলা গ্রামের জাকির তালকুদারের সঙ্গে তার চাচাতো ভাই ফেরদৌস তালুকদারের বাড়িতে প্রবেশের পথ নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় উভয় পক্ষের মধ্যে প্রথমে ঝগড়া ও পড়ে কথা কাটাকাটি হয়।
তিনি আরও বলেন, ‘এক পর্যায়ে লাঠি নিয়ে উভয়ের মধ্যে মারপিটের ঘটনা ঘটে। এ সময় নারীসহ উভয় পক্ষের ৬ জন কমবেশি আহত হয়। আহতের মধ্যে শাহিনুর বেগমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।’
ওসি বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার পর জড়িতরা পালিয়ে গেছে। জড়িতদের ধরতে পুলিশ চেষ্টা চালাচ্ছে।
আরও পড়ুন: বগুড়ায় চোর সন্দেহে কিশোরকে পিটিয়ে হত্যা