আরও পড়ুন: পাকা করতে বিএসএফের বাধা, ভরসা তাই ঝুঁকিপূর্ণ কাঠের সেতু
মঙ্গলবার দুপুরে রাজধানীর নিজ বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সেতুর নির্মাণ কাজের উদ্বোধন করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সড়ক ও জনপথ অধিদপ্তরের ৪০ কোটি টাকা ব্যয়ে সেতুটির নির্মাণ কাজ দুই বছরের মধ্যে শেষ হবে।
আরও পড়ুন: ভূরুঙ্গামারীতে ভেঙে পড়েছে ঝুঁকিপূর্ণ সেতু, দুর্ভোগে এলাকাবাসী
আরও পড়ুন: সুনামগঞ্জে ধলাই খালে সেতুর অভাবে ১৫ গ্রামের মানুষের দুর্ভোগ
আরও পড়ুন: একটি সেতুর জন্য ৪৯ বছর ধরে অপেক্ষা করছেন গ্রামবাসী!
আমিনবাজারে সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব, উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আরা নিপাসহ সড়ক ও জনপথ বিভাগ ও স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা উদ্বোধনী অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন।
আরও পড়ুন: তাহিরপুরে সেতু ভেঙে পারাপারে ভোগান্তি
আরও পড়ুন: উদ্বোধনের ১২ দিনের মাথায় ধসে পড়া সেতু পুনর্নির্মিত হলো না ৩৩ বছরেও
উল্লেখ্য, আমিনবাজারের সালেহপুর সেতুটিতে ব্যাপক ফাটল দেখা দিলে ১৩ জানুয়ারি থেকে এক পাশে যান চলাচল বন্ধ করে দেয়া হয়। ফাটল সেতুটির মেরামত কাজ শেষ হয়েছে। আগামী বুধবার থেকে দুপাশে যান চলাচলের জন্য খুলে দেয়া হবে।