তিনি বলেন, ‘টিকা নিয়ে আমরা দেশবাসী সকলেই আনন্দিত। আজ টিকা কার্যক্রম অনুষ্ঠানে সকলের মধ্যে ঈদের মতো আনন্দ-উৎসব বিরাজ করছে। ঈদ আনন্দে টিকা কার্যক্রম অনুষ্ঠিত হচ্ছে। আজকে প্রতিটা মেডিকেল কলেজ হাসপাতালে এই আনন্দঘন পরিবেশে টিকা কর্মসূচি পালিত হচ্ছে। আপনারা আসুন, টিকা নিন।’
সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যলয়ের (বিএসএমএমইউ) কনভেনশন সেন্টারে টিকাদান কার্যক্রম পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।
জাহিদ মালেক বলেন, ‘বঙ্গবন্ধু কনভেনশন সেন্টারে অনেক গুরুত্বপূর্ণ এমপি-মন্ত্রীরা টিকা নিচ্ছেন। আমাদের স্বাস্থ্যসচিব নিয়েছেন, তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক নিয়েছেন।’
আরও পড়ুন: দেশে করোনার টিকা প্রয়োগ শুরু
কোভিড ভ্যাকসিন: সমালোচকদের কড়া জবাব দিলেন প্রধানমন্ত্রী
স্বাস্থ্যমন্ত্রী বলেন, গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা কুর্মিটোলা হাসপাতালে টিকা কার্যক্রমের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। তিনি ভ্যাকসিন হিরো, তিনিই প্রথম বাংলাদেশে করোনা টিকা কার্যক্রমের উদ্বোধন করলেন।
প্রথম দিনে যারা টিকা নিয়েছেন তারা সুস্থ আছেন জানিয়ে মন্ত্রী বলেন, ‘এ পর্যন্ত যারা টিকা নিয়েছেন, তারা সকলেই ভালো আছেন। এখন পর্যন্ত তাদের কোনো ধরনের অসুবিধা বা পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি। আমি এর আগেও বলেছি এই টিকা খুবই ভালো টিকা এবং আন্তর্জাতিক মানের একটি টিকা।’
তিনি বলেন, ‘এ পর্যন্ত যতগুলো টিকা আবিষ্কৃত হয়েছে, তার মধ্যে অক্সফোর্ডের এই টিকা সবচেয়ে নিরাপদ। এর কোনো পার্শপ্রতিক্রিয়া নেই বললেই চলে। তারপরও যদি কোনো পার্শ্বপ্রতিক্রিয়া হয় আমাদের সকল ধরনের প্রস্তুতি রয়েছে। আমাদের চিকিৎসক-নার্স ও স্বেচ্ছাসেবকরা দায়িত্ব পালন করছেন। সারা বাংলাদেশের আরও ৪২ হাজার স্বেচ্ছাসেবক টিম কাজ করবেন।’
করোনাভাইরাস প্রতিরোধে টিকা নিয়ে স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. আব্দুল মান্নান বলেন, ‘সরকারের প্রতি এবং টিকাদান কর্মসূচির প্রতি জনগণের আস্থা বৃদ্ধি করতে টিকা নিয়েছি।’
আরও পড়ুন: করোনার অর্থনৈতিক মন্দা কাটিয়ে উঠতে পেরেছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী
কোভিড-১৯ টিকা কারা কত পাবেন, সংসদে জানালেন প্রধানমন্ত্রী
মন্ত্রিসভার প্রথম সদস্য হিসেবে পলকের টিকা গ্রহণ
তিনি বলেন, ‘সরকারের প্রতি যাতে মানুষের ভরসা, আস্থা ও শ্রদ্ধাবোধ আরও বৃদ্ধি পায় সে জন্যই টিকা নেয়া। আমি এই টিকা নেয়ার পরে কোনোরকম অস্বাভাবিক বোধ অনুভব করছি না। টিকা নিয়ে আমার মনে হয়েছে আগে যা ছিলাম এখনও তাই আছি।’
‘টিকা নেয়া মানুষের ব্যক্তি স্বাধীনতা, আপনারা যদি ইচ্ছা পোষণ করেন তাহলে অবশ্যই টিকা নিতে পারেন, কাউকে জোর করা হবে না। সরকার করোনার সব টিকা বিনামূল্যে দেবে,’ বলেন তিনি।
সচিব বলেন, ‘মানুষের কাছে বার্তা হলো সারা দেশে টিকাদান কর্মসূচির জন্য আমরা যে ব্যবস্থা করেছি তা একেবারে প্রতিটি উপজেলা পর্যন্ত যাবে। মানুষের প্রতি আমার অনুরোধ থাকবে কোনোরকম বিভ্রান্তি ও গুজবে কান না দিয়ে করোনার টিকা নিয়ে সুস্থ থাকুন।’