তিনি বলেন, ‘বিএনপিসহ অনেকেই ঘরে বসে শুধু নিরাপদে থেকে সমালোচনা করতে পারেন। কিন্তু তারা করোনার সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ায়নি। তাই পৌর নির্বাচনে মানুষ তাদের ভোটের মাধ্যমে প্রত্যাখান করেছেন। আগামীতে দেশে যত নির্বাচন হবে তাতে ভোটার তাদের প্রত্যাখান করবেন।’
শুক্রবার মানিকগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে স্থানীয় পৌরসভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানের তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন: সাড়ে ৫ কোটি মানুষকে ভ্যাকসিন দিতে এক বছরের বেশি সময় লাগবে: স্বাস্থ্যমন্ত্রী
প্রথম দফার পৌরসভা নির্বাচনে ভোটগ্রহণ চলছে
জাহিদ মালেক বলেন, ‘ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে বিজয় হবেই। পৌর নির্বাচনে প্রমাণ হলো মানিকগঞ্জবাসী নৌকার পক্ষে ও উন্নয়নের সাথে রয়েছে।’
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নকে মানিকগঞ্জবাসী ভোট দিয়েছেন। এই ভোট উন্নয়নের বিজয়, নৌকার বিজয়।’
বিশ্বব্যাপী মহামারি করোনা পরিস্থিতি তুলে ধরে মন্ত্রী বলেন, করোনার সময়ে বিভিন্ন দেশে ১৮ লাখ মানুষ মারা গেছেন, আক্রান্ত হয়েছেন ৮ কোটি মানুষ। এতে অর্থনীতি ভঙ্গুর অবস্থায় পড়েছে। অনেক উন্নয়নশীল দেশে অর্থনীতির সূচক মাইনাস হয়ে পড়েছে। কারণ ওইসব দেশ করোনা নিয়ন্ত্রণ করতে পারেনি বলে তাদের এই অবস্থা।
আরও পড়ুন: করোনা আক্রান্ত প্রতি আইসিইউ রোগীতে সরকারের গড় ব্যয় ৪ লাখ: স্বাস্থ্যমন্ত্রী
বেসরকারি হাসপাতালে কোভিড টিকা দেয়ার উদ্যোগ থাকবে: স্বাস্থ্যমন্ত্রী
‘কিন্তু আমাদের দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা করোনা নিয়ন্ত্রণ করতে পেরেছি বলেই উন্নয়নের চাকা ঘুরছে। পদ্ম সেতুসহ সকল সেক্টরে সমানতালে উন্নয়ন হচ্ছে,’ বলেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ভোটাররা তাদের ভোট প্রয়োগ করে দায়িত্ব পালন করেছেন। এখন পৌর এলাকায় শিশুপার্ক, মিনিস্টেডিয়াম, মিলনায়তন নির্মাণসহ শহরের খালটি উন্নয়ন করা হবে।
আরও পড়ুন: জানুয়ারির মাঝামাঝিই ভ্যাকসিন পেতে পারি: স্বাস্থ্যমন্ত্রী
দ্বিতীয় ধাপের ৬১ পৌরসভার ভোট ১৬ জানুয়ারি
পৌর আওয়ামী লীগের সভাপতি মোনায়েম খানের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম মহীউদ্দীন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুদেব সাহা, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, নবনির্বাচিত কাউন্সিলর আরশেদ আলী বিশ্বাস, আব্দুর রাজ্জাক রাজা, রাজিয়া সুলতানা প্রমুখ উপস্থিত ছিলেন।