শনিবার সকালে উপজেলার শিকারপুরের ওয়ান মাসকিউটো (কয়েল) কারখানায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
মৃত বেলাল হোসেন (২৬) সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার মজিবর রহমানের ছেলে।
আরও পড়ুন: গাজীপুরে কারখানায় অগ্নিকাণ্ড, আগুনে পুড়ে শ্রমিকের মৃত্যু
ফেনীতে স্টারলাইন কারখানায় আগুন, হেলে পড়েছে তিন তলা ভবন
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বগুড়া স্টেশনের সিনিয়র অফিসার বজলুর রশিদ জানান, সকাল ৬টার দিকে খবর পেয়ে ওয়ান মাসকিউটো কারখানায় গিয়ে তিনটি ইউনিট চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কারখানার অভ্যন্তরে একজন শ্রমিক অগ্নিদগ্ধ হয়ে মারা যান। পুলিশের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।
তিনি জানান, বৈদ্যুতিক গোলযোগের কারণে আগুনের সূত্রপাত হয়েছে। এতে ২-৩ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে, অগ্নিকাণ্ডের পর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বগুড়ার সহকারী পরিচালক আব্দুল হামিদ ও সদর থানার পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে শিশুসহ দগ্ধ ৫
মাতারবাড়ীতে সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ নিহত ৩
বরগুনায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১, আহত অর্ধ শতাধিক
বাংলাদেশে অগ্নিকাণ্ড
অগ্নিকাণ্ড বাংলাদেশে একটি সাধারণ ঘটনা এবং এ দুর্ঘটনায় প্রতিবছর অনেক মানুষের প্রাণহানি ঘটে।
অনলাইন ডাটাবেস ডেটাফুলের এক প্রতিবেদনে বলা হয়, ২০১৮ সালে দেশে আবাসিক ভবনগুলোতে ৮ হাজার ৪৬১ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, যার অধিকাংশই ঢাকা বিভাগে।
২০১৯ সালে পুরান ঢাকায় প্রায় ৭০ জন, বনানীর এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় ২৬ জন মারা গেছেন।
বিশেষজ্ঞরা নগর পরিকল্পনায় মনযোগ এবং অগ্নিনিরাপত্তা সম্পর্কিত একটি কমিটি গঠনের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।
তারা ‘ঝুঁকিপূর্ণ ভবন’ নির্মাণ অবিলম্বে বন্ধ করারও পরামর্শ দিয়েছেন।