ঈদুল আজহা উপলক্ষে আট দিন শিথিল থাকার পর শুক্রবার সকাল ৬টা থেকে দেশজুড়ে আবার কঠোর বিধিনিষেধ শুরু হচ্ছে। যা আগামী ৫ আগস্ট রাত ১২টা পর্যন্ত বলবৎ থাকবে। এসময় পোশাক কারখানাসহ সব কলকারখানা বন্ধ থাকবে।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন ইউএনবিকে বলেন, ‘গতবারের চেয়ে কঠিন হবে এই লকডাউন। বিধিনিষেধ নিশ্চিত করতে পুলিশ, বিজিবি ও সেনাবাহিনী মাঠে থাকবে।’
তিনি বলেন, অফিস-আদালত, পোশাকসহ রপ্তানিমুখী সব ধরনের কলকারখানা বন্ধ থাকবে। কঠোর বিধিনিষেধ থাকবে আগের মতই।
পড়ুন: ফরিদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসক সংকটে স্বাস্থ্যসেবা ব্যাহত
ঈদে যারা বাড়ি গেছেন তাদের ফেরার জন্য লকডাউন কিছুটা শিথিল করার কোন পরিকল্পনা আছে কি-না এ বিষয়ে তিনি বলেন, ‘যারা বাড়ি গেছেন, তারা জেনে বুঝেই গেছেন, তারা ৫ আগস্টের পরেই আসবেন।’
বিজিএমইএ ও এফবিসিসিআইয়ের গার্মেন্টস ও কলকারখানা লকডাউনের আওতা বহির্ভূত রাখার দাবির বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, গার্মেন্টস লকডাউনের আওতা বহির্ভূত রাখার বিষয়ে এখনও কোন সিদ্ধান্ত নেই, হলেও অবস্থা বুঝে পরে হতে পারে।
দেশের করোনা পরিস্থিতি
গেলো ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৮৭ জনের। এসময় করোনা শনাক্ত হয়েছে আরও তিন হাজার ৬৯৭ জনের।
বৃহস্পতিবার প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তি অনুসারে, নতুন মৃত্যুসহ দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৮, ৬৮৫ জনে। এছাড়া আক্রান্তের সংখ্যা ১১ লাখ ৪০ হাজার ২০০ জন।স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তি অনুসারে, গত ২৪ ঘণ্টায় ১১ হাজার ৪৮৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এই সময় শনাক্তের হার শতকরা ৩২.১৯ শতাংশ। এই পর্যন্ত করোনায় দেশে মৃত্যুর হার ১.৬৪ শতাংশ।
দেশে সুস্থ হয়েছে ৯ লাখ ৬৯ হাজার ৬১০ জন এবং সুস্থতার হার ৮৫.০৪ শতাংশ।
পড়ুন: ১৫ থেকে ২২ জুলাই লকডাউন শিথিল, ঈদের পর ফের কঠোর
বিশ্বে করোনা আক্রান্ত ১৯ কোটি ১৯ লাখ ছাড়াল