দেশে করোনাভাইরাসের সংক্রমণ রোধকল্পে আগামী সোমবার (২৮ জুন) থেকে সীমিত পরিসরে লকডাউন শুরু। আর ১ জুলাই থেকে এক সপ্তাহের জন্য ‘কঠোর লকডাউন’ শুরু হবে।
শনিবার সন্ধ্যায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সভাপতিত্বে উচ্চ পর্যায়ের এক বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন ইউএনবিকে এ তথ্য নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: গোপালগঞ্জে করোনার টিকা তৈরি হবে: স্বাস্থ্যমন্ত্রী
তিনি বলেন, ‘ব্যাংক সেক্টর ও বিভিন্ন সরকারি অফিসের বিলের জুন ক্লোজিংয়ের এই সময়ে সীমিত পরিসরে লকডাউন এবং ১ জুলাই থেকে এক সপ্তাহের কঠোর লকডাউন শুরু হবে।’
এর আগে শুক্রবার তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সুরথ কুমার সরকার জানিয়েছিলেন, আগামী সোমবার (২৮ জুন) থেকে পরবর্তী সাত দিন সারাদেশে কঠোর লকডাউন থাকবে।
আরও পড়ুন: দেশে করোনায় মৃত্যু ১৪ হাজার ছাড়াল, ২৪ ঘণ্টায় শনাক্ত ২২.৫০ শতাংশ
দেশে করোনা পরিস্থিতি
শনিবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভাইরাসে একদিনে আরও ৭৭ জন মারা গেছেন। এনিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১৪ হাজার ৫৩ জনে।
আরও পড়ুন: শিগগরই মডার্নার ২৫ লাখ টিকা আসছে দেশে
এছাড়া করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৩৩৪ জনের শরীরে নতুন করে করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে মোট শনাক্ত ৮ লাখ ৮৩ হাজার ১৩৮ জনে পৌঁছেছে।