একজন হজযাত্রী তাদের পুরো সৌদি আরব ভ্রমণের জন্য এক হাজার ২০০ মার্কিন ডলার বা সমপরিমাণ বৈদেশিক মুদ্রা বহন করতে পারবেন এবং এই পরিমাণ অর্থ হজের জন্য তাদের মোট ব্যয় থেকে পৃথক বিবেচিত হবে।
বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা ও নীতি বিভাগ মঙ্গলবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে তা বাস্তবায়নের জন্য ব্যাংকগুলোতে পাঠিয়েছে।
গত বছর হজযাত্রার জন্য একই পরিমাণ বৈদেশিক মুদ্রার অনুমতি দেওয়া হয়েছিল। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের এক সিদ্ধান্তের আলোকে বাংলাদেশ ব্যাংক এ নির্দেশনা দিয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রত্যেক হজযাত্রী হজের মোট খরচ ছাড়াও বৈদেশিক মুদ্রায় এক হাজার ২০০ ডলার বা তার সমতুল্য অর্থ নিতে পারবেন। তবে ভ্রমণ কোটা হজযাত্রীদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। এ ক্ষেত্রে বৈদেশিক মুদ্রা ছাড়ের ক্ষেত্রে প্রচলিত নিয়মকানুন মেনে চলার নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
আরও পড়ুন: হজের সাড়ে ৩ হাজার কোটা ফেরত যাবে: ধর্ম প্রতিমন্ত্রী
বিশেষ অনুরোধে ১ দিনের জন্য হজ রেজিস্ট্রেশন সার্ভার খুলেছে সরকার