বিশ্বব্যাপী প্রতিদিনি মহামারি করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছে। যুক্তরাষ্ট্রের জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, রবিবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মোট মৃতের সংখ্যা ৩৯ লাখ ৬৯ হাজার ৬৩৫ জন।
এছাড়া একই সময়ে আক্রান্তের সংখ্যা ১৮ কোটি ৩৪ লাখ ৪ হাজার ১৮৬ জনে দাঁড়িয়েছে।
এ পর্যন্ত বিশ্বজুড়ে মোট ৩১৬ কোটি ১৯ লাখ ৫২ হাজার ৫৯৫ ডোজ করোনার টিকা প্রদান করা হয়েছে।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা ৩ কোটি ৩৭ লাখ ১৩ হাজার ৭২৯ জন এবং মৃত্যুবরণ করেছে ৬ লাখ ৫ হাজার ৪৯৩ জন।
আরও পড়ুন: দেশে করোনায় টানা সাতদিন শতাধিক মৃত্যু
দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ২৩ হাজার ৫৮৭ জনে। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ১ কোটি ৮৭ লাখ ২৫ হাজার ৪২ জন। মৃত্যুর দিক দিয়ে দেশটির অবস্থান দ্বিতীয়।
এদিকে বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারতে শেষ খবর পাওয়া পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৫ লাখ ২ হাজার ৩৬২ জন। একই সময়ে মৃত্যু সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ১ হাজার ৫০ জনে।
আরও পড়ুন: ‘সালাম সালাম হাজার সালাম’ খ্যাত ফজল-এ-খোদার ইন্তেকাল
বাংলাদেশ পরিস্থিতি
গত মার্চে প্রথম করোনা শনাক্ত হওয়ার পর থেকে বর্তমানে বাংলাদেশ করোনা সংক্রমণের ক্ষেত্রে ভয়াবহ অবস্থানে রয়েছে। দেশে এক সপ্তাহ ধরে করোনায় একশো'র বেশি মৃত্যু হচ্ছে।
শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তি অনুসারে, গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে করোনা আক্রান্ত হয়ে মারা গেছে আরও ১৩৪ জন এবং এ সময়ে করোনা শনাক্ত হয়েছে ৬,২১৪ জনের।
নতুন মৃত্যুসহ দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা ১৪ হাজার ৯১২ জন এবং করোনায় আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৯ লক্ষ ৩৬ হাজার ২৫৬ জনে।
আরও পড়ুন: সংসদে স্বাস্থ্যমন্ত্রীকে ‘নির্লজ্জ’ আখ্যা দিয়ে পদত্যাগ দাবি
বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার দেশে করোনা শনাক্তের হার ২৭.৩৯ শতাংশ যা শুক্রবারে ছিল ২৮ শতাংশ।
এই সময়ে দেশে মৃত্যুর হার ১.৫৯ শতাংশে অপরিবর্তিত রয়েছে।