ইউক্রেনে মানবিক সহায়তার চাহিদা ক্রমবর্ধমান অবস্থায় জাতিসংঘ রেকর্ড সংকটের মুখোমুখি হয়েছে। তহবিল সংকটে মানবিক সহায়তা প্রদানকারী সংস্থাগুলো তাদের কর্মসূচি বাতিল করছে।
দ্য নিউইয়র্ক টাইমস এক প্রতিবেদনে বলছে, ধনী দেশগুলো থেকে এবছর সহযোগিতার পরিমাণ বেড়েছে, কিন্তু তা চাহিদার তুলনায় কম। ফলে এই তহবিল দিয়ে মৌলিক চাহিদা পূরণ করতে না পারায় সংকট জটিল পরিস্থিতিতে রূপ নিচ্ছে।
জাতিসংঘের মানবিক সহায়তা ও জরুরি ত্রাণ কার্যক্রমের প্রধান মার্টিন গ্রিফথস বলেন, ‘তহবিলের এই বিরাট সংকট আগে কখনও আমরা দেখিনি, যাদের সহায়তা দরকার তাদের দ্রুত দেয়া দরকার।’
আরও পড়ুন: কসমস-বিআইপিএসএস গোলটেবিল: ইউক্রেন সংঘাতের বিরূপ প্রভাব কাটাতে বাংলাদেশকে দ্রুত পদক্ষেপ নিতে হবে