জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, পরিবহন ভাড়া এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।
সোমবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক জনসভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ ঘোষণা দেন।
নজিরবিহীন জ্বালানির মূল্যবৃদ্ধি এবং পুলিশের গুলিতে জাতীয়তাবাদী ছাত্রদলের ভোলা জেলা শাখার সভাপতি নূরে আলম ও স্থানীয় স্বেচ্ছাসেবক দলের নেতা আবুর রহিম নিহত হওয়ার প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করে জাতীয়তাবাদী যুবদল।
সমাবেশে ফখরুল বলেন, চলমান লোডশেডিং এবং ভোলায় পুলিশের গুলিতে সহযোগী সংগঠনের দুই নেতাকে হত্যার বিরুদ্ধে দলের প্রতিবাদ করাও তাদের কর্মসূচির উদ্দেশ্য।
আরও পড়ুন: আর কান্না নয়, জেগে উঠুন: কর্মীদের উদ্দেশে ফখরুল
ফখরুল বলেন, কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার দুপুর ২টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করবে দলটি।
এছাড়া, শুক্রবার দলের সকল মহানগর ও জেলা ইউনিট সারাদেশে প্রতিবাদ সমাবেশের আয়োজন করবে বলেও জানান তিনি।
বিএনপি নেতা বলেন, বর্তমান শাসকগোষ্ঠীর পতন নিশ্চিত করতে তাদের দল আগামী দিনে আরও বৃহত্তর কর্মসূচি নিয়ে আসবে।
ফখরুল রাজধানীর শাহবাগে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রবিবার কয়েকটি বামপন্থী ছাত্র সংগঠনের ওপর পুলিশের হামলার জন্য সরকারের তীব্র নিন্দা করেন।
তিনি বলেন, জনগণের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ায় ক্ষমতায় টিকে থাকতে আওয়ামী লীগের কাছে এখন দমনমূলক কর্মকাণ্ড ও হত্যার বিকল্প নেই। ‘কিন্তু তাদের দিন গণনা শুরু হয়ে গেছে। তুমুল আন্দোলনের মাধ্যমে তাদের ক্ষমতাচ্যুত করা হবে।’
উল্লেখ্য, সরকার শুক্রবার রাতে ডিজেল, অকটেন ও পেট্রোলের দাম যথাক্রমে ৪২.৫ শতাংশ, ৫১.৭ শতাংশ এবং ৫১ শতাংশ বাড়িয়েছে। বর্তমানে প্রতি লিটার ডিজেল ১১৪ টাকা, অকটেন ১৩৫ টাকা ও পেট্রোল ১৩০ টাকায় বিক্রি হচ্ছে।
আরও পড়ুন: আওয়ামী লীগকে আর ক্ষমতায় থাকতে দেয়া যাবে না: ফখরুল
সরকারের জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি কাটা ঘায়ে নুনের ছিটা: বিএনপি