চট্টগ্রাম মহানগরীর উত্তর কাট্টলীর এলাকায় গ্যাস লাইনের লিকেজ হয়ে অগ্নিদগ্ধ হয়ে সাজেদা বেগম (৪৯) নামে এক নারীর মৃত্যু ও আরও ৫ জন অগ্নিদগ্ধ হওয়ার ঘটনায় ভবন মালিক মমতাজ মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (০৩ নভেম্বর) দুপুরে আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহির হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার রাতে নগরীর উত্তর কাট্টলী এলাকা থেকে পুলিশ ওই ভবন মালিককে গ্রেপ্তার করা হয়।
ওসি জানান, তাকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন জানানো হবে।
এদিকে এর আগে গতকাল রাতে এ ঘটনায় নিহতের স্বামী জামাল শেখ বাদি হয়ে আকবরশাহ থানায় ভবন মালিকসহ দুজনের বিরুদ্ধে হত্যার অভিযোগে মামলা করেন। মামলার অপর আসামি ভবনটির ইনচার্জ বখতিয়ার।
পুলিশ আরও জানায়, এক বছরের ব্যবধানে একই ভবনে দুদফা বিস্ফোরণের ঘটনায় ঘটেছে। উত্তর কাট্টলী এলাকার মরিয়ম ভিলার ষষ্ঠ তলায় একটি ফ্ল্যাটে গত বছরের ৮ নভেম্বর গ্যাসের আগুনে দগ্ধ হন সাতজন। তাঁদের মধ্যে তিনজন মারা যান। ওই ভবনের একই ফ্ল্যাটে সোমবার (১ নভেম্বর) গ্যাসের লাইন লিকেজ হয়ে আগুন ধরে গেলে একই পরিবারের নারী শিশুসহ ৬ জন দগ্ধ হয়। পরে গতকাল রাতে এক নারী মারা যান। এরপরই হত্যা মামলা দায়ের করা হয়।
আরও পড়ুন:টাকা আত্মসাৎ মামলায় চট্টগ্রামে হেফাজত নেতা কারাগারে