চাঁপাইনবাবগঞ্জে বাড়ির সামনের একটি ড্রেন নিয়ে কথা কাটাকাটির জের ধরে প্রতিপক্ষের হামলায় একজন নিহত হয়েছেন।
শুক্রবার সকালে জেলার সদর উপজেলার ইসলামপুর ইউপির কাজীপাড়া গ্রামে ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় ৬ জনকে আটক করেছে পুলিশ।
নিহত আবদুর রহমান (৫০) ওই গ্রামের মৃত আলতাফ হোসেনের ছেলে।
আরও পড়ুন: সাঙ্গু নদীতে গোসল করতে নেমে নিখোঁজ সেনা সদস্যের লাশ উদ্ধার
পুলিশ ও স্থানীয়রা জানান, বাড়ির সামনের রাস্তার উপর ড্রেন নিয়ে বেশ কিছুদিন ধরে প্রতবেশি আমিনুল, বেলাল ও রুবেলের সাথে আব্দুর রহমানের বিরোধ চলে আসছিল। এর জের ধরে শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে প্রতিপক্ষরা দেশী ধারালো অস্ত্র ও ইট দিয়ে আবদুর রহমানকে আঘাত করে। এতে আব্দুর রহমান গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে স্বজনরা চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: কিশোরগঞ্জে মা-মেয়ে ও ঠাকুরগাঁওয়ে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফ্ফর হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ ঘটনায় ৬ জনকে আটক করা হয়েছে।
আরও পড়ুন: কুড়িগ্রামে ধরলা ব্রিজের নিচ থেকে যুবকের লাশ উদ্ধার
মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে ওসি জানান।