নোয়াখালীর সদর উপজেলার একটি বেসরকারি স্কুলে অভিযান চালিয়ে জামায়াত ইসলামীর ৪৫ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। রবিবার দুপুর সাড়ে ১২টায় জেলা শহর মাইজদীর আল ফারুক একাডেমির দ্বিতীয় তলা থেকে তাদের আটক করা হয়।
পুলিশ দাবি করেছে, তারা ওই একাডেমি ভবনের দ্বিতীয় তলার একটি শ্রেণি কক্ষে গোপন বৈঠকে মিলিত হয়েছিলেন।
জেলা পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম বলেন, দুপুর ১২টায় জেলার বিভিন্ন উপজেলার জামায়াত ইসলামীর নেতাকর্মীরা সুধারাম মডেল থানা এলাকার মাইজদী আল ফারুক একাডেমির মূল ভবনের দ্বিতীয় তলায় সরকার বিরোধী গোপন বৈঠক করার জন্য একত্রিত হয়।
বৈঠক চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল ও সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল ফারুক একাডেমিতে অভিযান চালিয়ে ৪৫ জন জামায়াত ইসলামীর নেতাকর্মীকে গ্রেপ্তার করে।
এ সময় তাদের কাছ থেকে ধর্মীয় উগ্রতা সৃষ্টিকারী বিভিন্ন ধরনের বই জব্দ করা হয়। ধর্মীয় উগ্রতাকে পুঁজি করে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির লক্ষ্যে সরকার বিরোধী ক্ষতিকারক বেআইনী কার্যকলাপের প্রস্তুতিমূলক গোপন বৈঠক করছিল বলে পুলিশের ধারণা।
আরও পড়ুন: আ’লীগ নেতাকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন: সাবেক ইউপি সদস্য গ্রেপ্তার
গ্রেপ্তার হওয়াদের মধ্যে সোনাইমুড়ী উপজেলার জামায়েত আমির মো. হানিফ (৫২), চাটখিল উপজেলার জামায়েতের সাধারণ সম্পাদক মওলানা ওমর ফারুক (৫২), সেনবাগ উপজেলার জামায়েতের সাধারণ সম্পাদক মহিউদ্দিন হাসান(৪৮), কবিরহাট উপজেলার জামায়েতের দপ্তর সম্পাদক এনায়েত উল্লাহ (৪২), কোম্পানীগঞ্জ উপজেলা জামায়েতের সহকারী সেক্রেটারি বেলায়েত হোসেন (৫২) চাটখিল পৌরসভা জামায়েতের আমির নুর হোসেন (৩৫) ও রয়েছেন।
সুধারাম মডেল থানার ওসি (তদন্ত) মো. জাকির হোসেন জানান গ্রেপ্তার হওয়া ৪৫ নেতাকর্মীর বিরুদ্ধে পুলিশ বাদি হয়ে বিশেষ ক্ষমতা আইনে সুধারাম মডেল থানায় একটি মামলা করেছে।
গ্রেপ্তারদের বিকেলে আদালতে পাঠানো হলে আদালত তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠিয়েছেন।