জামায়াত ও হেফাজতের মত প্রতিক্রিয়াশীল গোষ্ঠী দেশের উন্নয়ন বা কল্যানের কথা কখনোই ভাবেনি বলে মন্তব্য করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
তিনি বলেন, তারা সবসময় ধর্মকে সামনে এনে বাংলাদেশের সহজ সরল মানুষদের বিভ্রান্ত করেছে। পাকিস্তানিরা যখন ষড়যন্ত্র করে বাঙ্গালীদের দমাতে পারেনি, তখন বঙ্গবন্ধুর বাংলাদেশে প্রতিক্রিয়াশীল কোন অপশক্তি ধর্মকে অপব্যবহার করে সফল হবে না।
আরও পড়ুন: বাংলাদেশকে সাইবার নিরাপত্তা হাব হিসেবে গড়ে তোলা হবে: পলক
সোমবার দুপুরে সিংড়া উপজেলা অডিটোরিয়ামে উপজেলার ১০৮টি ওয়ার্ডের তৃণমুল নেতাদের ও ইউনিয়ন পর্যায়ের মানুষের মাঝে ঈদ উপহার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে এসব কথা বলেন প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
আরও পড়ুন: ‘ট্যুর ফর সোশ্যাল গুডস’ পর্যটন খাতকে জাগিয়ে তুলবে: আইসিটি প্রতিমন্ত্রী
এসময় আইসিটি প্রতিমন্ত্রী পলক বঙ্গবন্ধুর আদর্শ এবং শেখ হাসিনার রাষ্ট্র পরিচালনার নীতিকে অনুসরণ করে দেশ ও জাতির কল্যানে দলীয় নেতা কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
আরও পড়ুন: ২০২১ সালের মধ্যে অনলাইনে আসবে কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক ৪০টি সার্ভিস: পলক
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ওহিদুর রহমান শেখের সভাপতিত্বে অনুষ্ঠানে সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস সহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।