মালয়েশিয়ায় ১০২ বাংলাদেশিসহ ৩০৯ অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে। সোমবার ভোরে দেশটির অভিবাসন বিভাগের আইন-শৃঙ্খলা বাহিনী ডেঙ্কিল এলাকার একটি কনস্ট্রাকশন সাইটে অভিযান চালিয়ে তাদের আটক করে।
আরও পড়ুন: বাংলাদেশকে সাড়ে ৩ হাজার কোটি টাকা দেবে জার্মানি
আটকদের মধ্যে ১৯৩ জন ইন্দোনেশিয়ান, আটজন মিয়ানমার নাগরিক, চারজন ভিয়াতনামের নাগরিক এবং দুইজন ভারতীয়ও রয়েছে। অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক খায়রুল দাযাইমি দাউদ জানান, মুভমেন্ট কন্ট্রোল অর্ডারের(পিকেপি)স্ট্যা্র্ন্ডাড অপারেটিং পদ্ধতি (এসওপিএস) বা লকডাউনে আরোপ করা বিধি নিষেধ অমান্য করে কিছু মানুষ অস্বাস্থ্যকর পরিবেশে গাদাগাদি করে থাকছে-স্থানীয়দের এমন তথ্যের ভিত্তিতেই তার বিভাগ এই অভিযান পরিচালনা করে।
আরও পড়ুন: এলডিসি থেকে উত্তরণে প্রণোদনা চায় বাংলাদেশ
দাতুক বলেন, আটকের পর তারা স্বীকার করেছে, তারা চার থেকে সাতজন এক রুমে গাদাগাদি থাকছেন। তাদের সবাইকে করোনা পরীক্ষা করার পর সেমেনিয়াহ ডিটেনশন সেন্টারে পাঠানো হবে। অভিযান পরিচালনার সময় ১০ জন রোহিঙ্গাকে শনাক্ত করা হয়েছে। তাদের কাছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার পরিচয়পত্র পা্ওয়া গেছে। এদের মধ্যে পরিচয়পত্র জাল হওয়ার কারণে দুজনকে আটক করা হয়েছে। বাকি আটজনকে ছেড়ে দেয়া হয়েছে।
আরও পড়ুন: মঙ্গলবার থেকে ৭ জেলায় ‘লকডাউন’
গত ৬ জুন সাইবার জায়া শহরে একটি অবৈধ বসতিতে সমন্বিত অভিযান চালিয়ে মালয়েশিয়ার অভিবাসন বিভাগ ১৫৬ জন অবৈধ অভিবাসীকে আটক করে। আটকদের মধ্যে ৬২ জন বাংলাদেশি ছাড়াও ইন্দোনেশিয়া, মিয়ানমার, পাকিস্তান ও ভারতের নাগরিক ছিল।