রাশিয়া-ইউক্রেন যুদ্ধ দীর্ঘায়িত হলে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরও বাড়ায় দেশের পরিবহন ও কৃষি উৎপাদন খরচের ওপর প্রভাব পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
বুধবার ঢাকা-১০ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য শফিউল ইসলামের করা এক প্রশ্নের জবাবে এ কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।
এ সময় পররাষ্ট্রমন্ত্রী বলেন, এটি বাংলাদেশের পরিবহন খরচ ও কৃষি উৎপাদনের ওপর প্রভাব ফেলবে।
জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এই প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।
পররাষ্ট্রমন্ত্রী জানান, বর্তমানে ব্যারেল প্রতি তেলের দাম গত নয় বছরের মধ্যে সর্বোচ্চ রয়েছে।
তিনি জানান, বাংলাদেশ বর্তমানে প্রতি বছর ৫০ লাখ টন ডিজেল, ১৩ লাখ টন অপরিশোধিত তেল, দুই লাখ টন ফার্নেস অয়েল এবং এক লাখ ২০ হাজার টন অকটেন আমদানি করে।
বর্মমানে বাংলাদেশ যে দামে জ্বালানি কিনে দেশের বাজারে বিক্রি করছে, তাতে প্রতিদিন ১৫০ কোটি ডলারের বেশি লোকসান গুণতে হচ্ছে বলে জানান মন্ত্রী।
আরও পড়ুন: মানবিক কারণে ইউক্রেনের পক্ষে ভোট দিয়েছে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
এছাড়া বাংলাদেশ রাশিয়া ও ইউক্রেন থেকে খুব বেশি গম আমদানি না করলেও বৈশ্বিক বাজার পরিস্থিতির কারণে গম সরবরাহেও এর প্রভাব পড়বে।
আব্দুল মোমনে বলেন, যদি যুদ্ধ চলতে থাকে, তাহলে পণ্যবাহী জাহাজের ভাড়া এবং বীমা ফি বৃদ্ধিরও ঝুঁকি রয়েছে।
এদিকে রাশিয়ার সঙ্গে লেনদেন সম্পর্কে তিনি বলেন, বাংলাদেশের যেসব প্রতিষ্ঠান রাশিয়ার সঙ্গে চুক্তি করেছে, তাদের বকেয়া পরিশোধের ব্যাপারে সতর্ক হওয়া উচিত। কারণ বৈশ্বিক আন্তঃব্যাংক লেনদেন সম্পর্কিত সুইফট সিস্টেমে বেশ কয়েকটি রুশ ব্যাংকের ওপর নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, আপনারা যদি নিষেধাজ্ঞার আওতায় থাকা ব্যাংকের মাধ্যমে অর্থ লেনদেন করেন টাকা আটকে যেতে পারে। আর এই টাকা পরবর্তীতে উদ্ধার করা সম্ভব নাও হতে পারে।
যুদ্ধের কারণে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে বিরূপ প্রভাব পড়তে পারে বলেও সতর্ক করেন পররাষ্ট্রমন্ত্রী।
বাংলাদেশ ২০১৮ সালে এই বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণের জন্য রাশিয়ার সঙ্গে ১৩৮ কোটি ডলার ঋণের একটি চুক্তি স্বাক্ষর করে।
মোমেন বলেন, রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের ওপর পশ্চিমা নিষেধাজ্ঞা লেনদেনকে জটিল করে তুলতে পারে।
তিনি বলেন, চলমান প্রকল্পগুলোর জন্য অর্থায়ন এবং ঋণ পরিশোধের বিকল্প পদ্ধতি কী হতে পারে তা নিয়ে রাশিয়া ও বাংলাদেশের মধ্যে আলোচনা চলছে।
আরও পড়ুন: পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নবনিযুক্ত অনাবাসিক রাষ্ট্রদূত ও হাইকমিশনারদের সাক্ষাৎ
গণতন্ত্র কার্যকরে সব দলের রাজনৈতিক প্রক্রিয়ায় অংশ নেয়া প্রয়োজন: পররাষ্ট্রমন্ত্রী