আজ ২১ শে আগস্ট গ্রেনেড হামলার ১৭তম বার্ষিকী। ২০০৪ সালের এই দিনে আওয়ামী লীগের সন্ত্রাস বিরোধী জনসভায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা এবং বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লক্ষ্য করে গ্রেনেড হামলা করা হয়।
সেই হামলার ভয়াবহতাকে শিল্পরূপে ফুটিয়ে তুলতে বিশেষ ভিজুয়াল আর্ট প্রদর্শনীর আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। শনিবার বিকাল ৫টায় একাডেমির নন্দন মঞ্চে তিন দিন ব্যাপী এই স্থাপনা শিল্প প্রদর্শনীর উদ্বোধন করা হবে।
আরও পড়ুন: ভয়াল ২১ আগস্ট আজ
বিএনপি-জামাত জোট সরকারের আমলে, ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলা দেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ রাজনৈতিক হামলা। হামলার ভয়াবহতা ও ক্ষতিগ্রস্তদের স্মরণে ‘আগস্ট রিপিটেড অ্যাটেম্পটস্’ শিরোনামে এই শিল্প প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
আরও পড়ুন: ২১ আগস্টের হামলা ‘আ’লীগের মাস্টারপ্ল্যান’: বিএনপি
শিল্পী অভিজিৎ চৌধুরীর তত্ত্বাবধায়নে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলি লাকির মূল পরিকল্পনায় বিভিন্ন শিল্পীদের কাজ এই প্রদর্শনীতে প্রদর্শন করা হবে।