মঙ্গলবার বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এসব কর্মসূচি ঘোষণা করেন।
কর্মসূচির মধ্যে রয়েছে জিয়ার মাজারে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, জিয়ার জীবন ও কর্মের বিভিন্ন দিক নিয়ে চিত্রাঙ্কন, রচনা প্রতিযোগিতা, আলোকচিত্র প্রদর্শন এবং ফ্রি মেডিকেল ক্যাম্প।
আরও পড়ুন: টিকা নিয়ে লুটপাটের আয়োজন চলছে, অভিযোগ বিএনপির
রিজভী বলেন, ১৯ জানুয়ারি সকালে দলের কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশের দলীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করা হবে।
এছাড়াও বেলা ১১টায় স্থায়ী কমিটির সদস্যদের নেতৃত্বে দলের নেতা-কর্মীরা শের-ই-বাংলা নগরে জিয়ার মাজারে পুষ্পস্তবক অর্পণ করবেন।
দলের উদ্যোগে জিয়াউর রহমানের স্মরণে বিকালে ভার্চ্যুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন: টিকার বিকল্প উৎস খুঁজে বের করুন: সরকারকে বিএনপি
প্রধানমন্ত্রীর ভাষণ কথামালার ফুলঝুরি ছাড়া আর কিছুই নয়: রিজভী
জন্মবার্ষিকী উপলক্ষে দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনসহ পেশাজীবী ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনগুলো জিয়ার জীবন ও কর্মের বিভিন্ন দিক নিয়ে চিত্রাঙ্কন, রচনা প্রতিযোগিতা, আলোকচিত্র প্রদর্শনের ব্যবস্থা করবে।
এছাড়া, একই দিনে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে একটি ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করবে।
দলের মহানগর, জেলা ও উপজেলা ইউনিটগুলোও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করবে।
আরও পড়ুন: ২০২০: রাজনীতির মাঠে সাফল্যহীন বিএনপি
১৯৩৬ সালের ১৯ জানুয়ারি বগুড়ার বাগবাড়ীতে জন্ম নেয়া জিয়াউর রহমান ১৯৭৮ সালে বিএনপি প্রতিষ্ঠা করেন এবং দেশের সপ্তম রাষ্ট্রপতি হন।
১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে এক ব্যর্থ সামরিক অভ্যুত্থানে জিয়াউর রহমান নিহত হন।