চাঁদপুরে মেঘনায় একটি পণ্যবাহী ট্রলার ডুবে মাঝি নিখোঁজ রয়েছে। মঙ্গলবার সকালে চাঁদপুর থেকে শরিয়তপুরের ডামুডা যাওয়ার সময় ট্রলারটি ডুবে যায়।
নিখোঁজ দেলোয়ার হোসেন প্রধানীয়ার (৩৫) বাড়ি শরিয়তপুরের তারাবুনিয়া।
চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেছেন, মেঘনা-ডাকাতিয়ার মোহনায় প্রচন্ড ঘূর্ণিস্রোতের কবলে পড়ে পণ্যবাহী ট্রলারটি ডুবে যায়। এতে ট্রলারের চারজনের মধ্যে তিনজন সাঁতরে অন্য নৌকার সাহায্যে প্রাণে বেঁচে গেছে। কিন্তু ট্রলারের মাঝি দেলোয়ার হোসেন প্রধানীয়া এখনও নিখোঁজ রয়েছেন।
পণ্যের ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক সাড়ে তিন লাখ টাকা হবে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ধারণা।
আরও পড়ুন: ট্রলারডুবি: ৩২ জেলেকে ফেরত পাঠালো ভারতীয় কোস্টগার্ড
ট্রলারের বেঁচে যাওয়া যাত্রী ও ব্যবসায়ী হারুণ অর রশিদ জানান, এ ট্রলারে মুদী পণ্যসহ বিভিন্ন ধরনের পণ্য ছিল। যেমন মাছের খাদ্য (একশ বস্তা), তেলের ব্যারেল, সয়াবিন, হার্ডওয়ারের মালামাল, বিস্কুট, চানাচুর, ধানের বস্তা, পলিব্যাগ ইত্যাদি।
তিনি বলেন, ‘সকালে শহরের ট্রাকঘাট থেকে আমরা যাত্রা করি। মোহনায় এসে পৌঁছালে মেঘনা-ডাকাতিয়া নদীর মিলনস্থলে সৃষ্ট ঘূর্ণিপাকে আচমকা এটি ডুবে যায়। আমরা তিনজন কোন রকমে অন্য নৌকার সাহায্যে বাইচ্চা গেলেও ড্রাইভার এখনও নিখোঁজ রয়েছে।’
ওসি কামরুজ্জামান আরও জানান, এ ব্যাপারে নৌ থানায় মামলা হয়েছে।নিখোঁজ দেলোয়ারকে নদীতে খোঁজা হচ্ছে।