দেশের করোনভাইরাস (কোভিড-১৯) পরিস্থিতি নিয়ন্ত্রণে সারাদেশ থেকে ঢাকাকে বিচ্ছিন্ন করার লক্ষ্যে যাত্রীবাহী রেল যোগাযোগ বন্ধ করা হয়েছে।
বুধবার মধ্যরাত থেকে ৩০ জুন রাত ১২ টা পর্যন্ত সারাদেশের সাথে রাজধানী ঢাকার রেল যোগাযোগ বন্ধ থাকবে।
বর্তমান পরিস্থিতি বিবেচেনায় করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকার গাজীপুর, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, রাজবাড়ী, গোপালগঞ্জ, মানিকগঞ্জ, মাদারীপুর জেলাসমূহে সার্বিক লকডাউন ঘোষণা করেছে।
এসকল জেলায় ৩০ জুন মধ্যরাত পর্যন্ত বন্ধ ঘোষণা করায় ঢাকার সাথে অন্যান্য জেলার লোকজনের চলাচল নিয়ন্ত্রণ করার লক্ষ্যে বাংলাদেশ রেলওয়ে এসকল জেলায় লকডাউন চলাকালীন সময়ে ঢাকার সাথে সারাদেশের যাত্রীবাহী রেল যোগাযোগ বন্ধ ঘোষণা করেছে।
বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের যশোর এবং খুলনাগামী সকল ট্রেন বাতিল করা হয়েছে।