রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। শুক্রবার রাতে আটকের সময় তাদের কাছ থেকে ৩৫৩ বোতল ফেনসিডিল জব্দের দাবি করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
আটক ব্যক্তিরা হলেন- মো. জুয়েল (৩৬) ও মো. সাখাওয়াত হোসেন (৩২)।
গোয়েন্দা শাখা গোপন সংবাদের ভিত্তিতে, র্যাব-৩ এর একটি দল শুক্রবার রাতে যাত্রাবাড়ী এলাকায় কয়েকটি চেকপোস্ট স্থাপন করে এবং রাত সাড়ে ১০টার দিকে একটি গাড়িসহ ওই দুই ব্যক্তিকে আটক করতে সক্ষম হয়।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে গাঁজা জব্দ,আটক ২
শনিবার র্যাব এক বিজ্ঞপ্তিতে জানায়, ৩৫৩ বোতল ফেনসিডিল ও তাদের গাড়িটি জব্দ করা হয়।
র্যাবের সহকারী পরিচালক (অপারেশন ও গোয়েন্দা শাখা) বীনা রানী দাস জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা চোরাচালানের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তারা কুমিল্লা থেকে ফেনসিডিল সংগ্রহ করে ঢাকায় বিক্রি করতো।
আরও পড়ুন: সাতক্ষীরায় ভুয়া সেনা সদস্য আটক
তিনি আরও জানান,আটক ব্যক্তিদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মামলা দায়ের করা হয়েছে।