তিনি বলেন, 'তিস্তা চুক্তির ব্যাপারে তো অনেক দূরে এগিয়েছি আমরা। ভারতের কেন্দ্রীয় সরকারের সাথে এ ব্যাপারে অনেক দূর আগানো হয়েছে। কিন্তু ভারতের সংবিধান অনুযায়ী রাজ্য সরকারের অনুমতি লাগে। যেহেতু এটি ভারতের একটি রাজ্য এবং বাংলাদেশ সরকারের মধ্যে, এখানে অবশ্যই রাজ্য সরকারের অনুমোদন লাগে। তাই এখানে ভারতের কেন্দ্রীয় সরকারের কোন ব্যর্থতা নেই। তাদের যে একাগ্রতা, সেটি আছে।’
মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন:প্রেস ক্লাবকে সংঘর্ষের ঢাল বানানো অপরাধের শামিল: তথ্যমন্ত্রী
তিস্তা চুক্তি নিয়ে বিএনপি নেতাদের বক্তব্যের বিষয়ে হাছান মাহমুদ বলেন, ‘রাজ্য সরকারের অনুমোদন পেলে সেটি হবে। এটি তারাও বুঝে। বুঝেও না বুঝার ভান করে। এটি অপ্রাসঙ্গিক হলেও প্রসঙ্গ বানানোর চেষ্টা করছে। আসলে বিএনপি কোনো ইস্যু খুঁজে পাচ্ছে না বলে খড়কুটো ধরে চেষ্টা করছে, এছাড়া অন্য কিছুই নয়।’
বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, যারা ব্যর্থ ছিল তারা সবসময় সবকিছুর মধ্যেই ব্যর্থতা দেখে। কারণ তারা যখন দেশ পরিচালনা করেছে চরমভাবে ব্যর্থ ছিল। তবে কয়েক ব্যাপারে তারা সফল ছিল। সেটি হচ্ছে দেশকে পরপর দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানানো এবং দেশকে জঙ্গিবাদের অভয়ারণ্য বানানোর ক্ষেত্রে সফল ছিল। বাকি সব বিষয়ে তারা ব্যর্থ ছিল। এজন্য তারা সবকিছুতে ব্যর্থতা দেখার চেষ্টা করে।
বিএনপির চেয়ারপারর্সন খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বাড়ানো প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘বিএনপি'র একটি অভিনন্দন দেয়া প্রয়োজন ছিল সরকারকে, বিশেষ করে প্রধানমন্ত্রীকে। প্রধানমন্ত্রী মানবিক দিক বিবেচনা করে বেগম খালেদা জিয়াকে তার শাস্তি ছয় মাসের জন্য স্থগিত রেখেছেন, কিন্তু বিএনপি ধন্যবাদ দিতে ব্যর্থ হয়েছে। আসলে বিএনপি ধন্যবাদ দেয়ার সংস্কৃতি লালন করে না। কাউকেই ধন্যবাদ দিতে পারেনা।’
আরও পড়ুন:গণমাধ্যমের স্বাধীনতা ও দায়িত্বশীলতা উভয়ই গুরুত্বপূর্ণ: তথ্যমন্ত্রী
মোদির সফরে সীমান্ত সীমান্ত হত্যা নিয়ে আলোচনা হবে কি-না এক প্রশ্নের জবাবে ড. হাছান বলেন, ‘সীমান্ত হত্যা নিয়ে অনেক আলোচনা হয়েছে। ইতোমধ্যে সীমান্ত হত্যা অনেক কমেও গেছে। আগে যে সীমান্ত হত্যা হতো, সেটি এখন অনেক কমে গেছে। তবে আমরা চাই সীমান্ত হত্যা শূন্যের কোঠায় আসুক। এটি নিয়ে সবসময় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে আলোচনা হচ্ছে, পররাষ্ট্র মন্ত্রণালয় পর্যায়েও আলোচনা হচ্ছে।’
আরও পড়ুন:বাংলাদেশ-ভারত দু’দেশের সম্পর্কযুক্ত সংবাদ পরিবেশনে যত্নবান থাকুন: তথ্যমন্ত্রী