লকডাউনের প্রথম দিনে সরকারি নির্দেশনা বাস্তবায়ন করতে গিয়ে ফরিদপুরের সালথায় স্থানীয় প্রশাসনের সঙ্গে সংঘর্ষের পর গুজবকে কেন্দ্র করে কয়েক হাজার বিক্ষুব্ধ জনতার বিভিন্ন সরকারি স্থপনায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় মামলা করেছে পুলিশ।
আরও পড়ুন: সালথায় আ’লীগ সভাপতির ওপর হামলা, আহত ১৫
সালথা থানার ওসি মো. আসিকুজ্জমান জানান, উক্ত ঘটনায় ৮৮ জনের নাম উল্লেখ করে এবং আরও তিন থেকে চার হাজার অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত আটজনকে গ্রেপ্তার করা হয়েছে।
আরও পড়ুন: সালথায় রণক্ষেত্র
তিনি আরও জানান, সালথা থানার এসআই মিজানুর রহমান এই মামলা করেন।
পুলিশ হামলার সঙ্গে সম্পৃক্তদের গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।