সারা বিশ্বজুড়ে মহামারি করোনাভাইরাসের বিভিন্ন নতুন ধরনের কারণে প্রতিদিনই বাড়ছে রোগী ও আক্রান্তদের মৃত্যু সংখ্যা। যুক্তরাষ্ট্রের জনস্ হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, রবিবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মোট মৃতের সংখ্যা ৪৫ লাখ ৬০ হাজার ৭২৭ জন এবং মোট আক্রান্তের সংখ্যা ২২ কোটি ২ লাখ ২৩ হাজার ৮৭৪ জনে দাঁড়িয়েছে।
এ পর্যন্ত বিশ্বজুড়ে মোট ৫৪২ কোটি ৭৬ লাখ ৭৪ হাজার ৩৮৩ ডোজ করোনার টিকা প্রদান করা হয়েছে।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা ৩ কোটি ৯৯ লাখ ৫ হাজার ৮৫৫ জন এবং মৃত্যুবরণ করেছে ৬ লাখ ৪৮ হাজার ১০৬ জন।
আরও পড়ুন: করোনা: মৃত্যু ৬১, শনাক্ত ১৭৪৩
অপরদিকে দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৮৩ হাজার ৩৬২ জনে। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ২ কোটি ৮ লাখ ৫৬ হাজার ৬০ জন। মৃত্যুর দিক দিয়ে দেশটির অবস্থান দ্বিতীয়।
বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারতে শনিবার পর্যন্ত মোট ৩ কোটি ২৯ লাখ ৪৫ হাজার ৯০৭ জনের সংক্রমণ নিয়ে বিশ্বে দ্বিতীয় সর্বোচ্চ সংক্রমণের স্থানে অবস্থান করছে। একই সময়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ লাখ ৪০ হাজার ২২৫ জনে।
আরও পড়ুন: ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরও ২৬৫
বাংলাদেশ পরিস্থিতি
শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো তথ্য অনুযায়ী, দেশে করোনায় মৃত্যু ও শনাক্তের সংখ্যা কমছে। গেল ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে ৬১ জনের মৃত্যু হয়েছে। এসময় করোনা শনাক্ত হয়েছে এক হাজার ৭৪৩ জনের।
স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো তথ্য অনুযায়ী, নতুন মৃত্যুসহ দেশে করোনায় মোট মৃতের সংখ্যা দাড়িয়েছে ২৬ হাজার ৪৯৩ জনে। আর এপর্যন্ত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ১২ হাজার ২৬ জনে।
আরও পড়ুন: বজ্রপাতে মৃত্যুহার কমাতে সরকার কাজ করছে: ত্রাণ প্রতিমন্ত্রী
সর্বশেষ ২৪ ঘণ্টায় ১৭ হাজার ৪৫৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। এসময় শনাক্তের হার ৯.৮২ শতাংশ। দেশে মৃত্যুর হার ১.৭৫ শতাংশ। এই পর্যন্ত সুস্থ হয়েছে ১৪ লাখ ৪৬ হাজার ৩ জন। দেশে সুস্থতার হার ৯৫.৬৩ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৩২ জন, চট্টগ্রামে ১৩ জন, রাজশাহীতে ৪ জন, খুলনা বিভাগে ৬ জন, বরিশালে ২ জন, সিলেটে ১ জন, রংপুরে ২ জন এবং ময়মনসিংহে ১ মারা গেছেন।