বিশ্বে মহামারি করোনাভাইরাসের নতুন ডেল্টা ধরনের কারণে প্রতিদিনই বাড়ছে রোগী ও আক্রান্তদের মৃত্যু সংখ্যা। বর্তামানে ডেল্টার নতুন ধরন ‘ডেল্টা প্লাস’ শনাক্ত হয়েছে। যুক্তরাষ্ট্রের জনস্ হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মোট মৃতের সংখ্যা ৪২ লাখ ৫৪ হাজার ৯৭৬ জন এবং মোট আক্রান্তের সংখ্যা ২০ কোটি ১ লাখ ৩৬ হাজার ৪১৯ জনে দাঁড়িয়েছে।
এ পর্যন্ত বিশ্বজুড়ে মোট ৪২৬ কোটি ৫৪ লাখ ৭০ হাজার ৩৯৩ ডোজ করোনার টিকা প্রদান করা হয়েছে।
আরও পড়ুন: দেশে করোনা শনাক্ত ১৩ লাখ ছাড়াল, ২৪ ঘণ্টায় আরও ২৪১ মৃত্যু
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা ৩ কোটি ৫৩ লাখ ৩১ হাজার ৬৮৩ জন এবং মৃত্যুবরণ করেছে ৬ লাখ ১৪ হাজার ৭৯৭ জন।
এদিকে বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারত মোট ৩ কোটি ১৭ লাখ ৬৯ হাজার ১৩২ জনের সংক্রমণ নিয়ে বিশ্বে দ্বিতীয় সর্বোচ্চ সংক্রমণের স্থানে অবস্থান করছে। একই সময়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ লাখ ২৫ হাজার ৭৫৭ জনে।
দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৫৯ হাজার ৬০৭ জনে। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ২ কোটি ২৬ হাজার ৫৩৩ জন। মৃত্যুর দিক দিয়ে দেশটির অবস্থান দ্বিতীয়।
আরও পড়ুন: করোনা: মারা গেলেন সিকৃবির ড. আজমুল হুদা
বাংলাদেশ পরিস্থিতি
বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো তথ্য অনুযায়ী, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরও ২৪১ জন মারা গেছেন। এনিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২১ হাজার ৬৩৮ জনে।
একই সময়ে শনাক্ত হয়েছে আরও ১৩ হাজার ৮১৭ জনের। এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১৩ লাখ ৯ হাজার ৯১০ জনে পৌঁছেছে।
আরও পড়ুন: একদিনে আরও ২৩৭ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪৯ হাজার ৫১৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এই সময় শনাক্তের হার শতকরা ২৭.৯১ শতাংশ। এই পর্যন্ত করোনায় দেশে মৃত্যুর হার ১.৬৫ শতাংশ। সুস্থ হয়েছে ১১ লাখ ৪১ হাজার ১৫৭ জন। দেশে সুস্থতার হার ৮৬. ৮০ শতাংশ।