গত মাসে আন্তর্জাতিক প্রচেষ্টায় যুদ্ধবিরতির পর আবারও গাজায় বিনা উস্কানিতে সিরিজ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল।
বুধবার প্রথম প্রহরে গাজায় হামাসের ঘাঁটিতে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। তাদের দাবি, ওই সব এলাকা থেকে হামাস ইসরায়েলে হামলার পরিকল্পনা করতো। তবে, তাৎক্ষণিকভাবে কোনও হতাহতের ঘটনা জানা যায়নি।
আরও পড়ুন: যুদ্ধবিরতিতে গেলো হামাস-ইসরায়েল
মঙ্গলবার পূর্ব জেরুজালেমে প্রায় শতাধিক উগ্র জাতীয়তাবাদি ইসরায়েলি পতাকাসহ বিক্ষোভ মিছিল করে। ওই মিছিলে তারা আরবদের মৃত্যু কামনা করে স্লোগান দিতে থাকে। এই মিছিলের মাধ্যমে নতুন করে গাজা উপত্যকায় সহিংসতা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।
আরও পড়ুন: গাজায় এপিসহ বিভিন্ন গণমাধ্যমের ভবনে ইসরায়েলের বিমান হামলা
অবশ্য ইসরায়েলিদের এমন আচরণে জবাবে ফিলিস্তিনিরা দাহ্য গ্যাসপূর্ণ বেলুন উড়িয়ে দেয়। এর ফলে ইসরায়েলের দক্ষিণাঞ্চলে অন্তত ১০ জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আরও পড়ুন: গণমাধ্যম ব্যবহার করে হামাসকে ফাঁদে ফেলার চেষ্টা ইসরায়েলের
ফিলিস্তিনিরা মনে করে, ১৯৬৭ সালে জোরপূর্বক পূর্ব জেরুজালেম দখলের বর্ষপূর্তি উদযাপনের এবং উস্কানি ছড়াতেই এমন মিছিল করে ইসরায়েলিরা।
আরও পড়ুন: ইসরায়েলি হামলায় গাজায় আরও ১০ ফিলিস্তিনি নিহত
এদিকে গাজার শাসক দল হামাস ইসরায়েলিদের এমন উস্কানিমূলক মিছিল ফিলিস্তিনিদের প্রতিহত করার আহ্বান জানান।