আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ সম্পর্কে দেশবাসীকে ভুল তথ্য দিচ্ছে বলে দাবি করেছেন বিএনপির জ্যেষ্ঠ নেতা নজরুল ইসলাম খান।
শনিবার বিএনপির চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে দেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন ও বিজয় দিবস উদযাপন সংক্রান্ত বিএনপির কমিটি আয়োজিত চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণকালে তিনি এ মন্তব্য করেন।
এসময় নজরুল ইসলাম খান বলেন,‘আওয়ামী লীগ ক্ষমতায় থেকে মুক্তিযুদ্ধ সম্পর্কে মানুষকে ভুল তথ্য দিচ্ছে। তারা দেশবাসীকে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস ভুলিয়ে দিতে চাইছে। আমি এটাকে অপচেষ্টা বলে মনে করি। এ ধরনের অপরাধ দেশ থেকে দূর করতে হবে। প্রত্যেককে তার প্রাপ্য স্বীকৃতি দিতে হবে।’
এসময় তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে দেশের স্বাধীনতার স্থপতি হিসেবে আখ্যায়িত করে তার প্রতি শ্রদ্ধা জানান।
তিনি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, যারা স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার পরিচালনা করেছিলেন, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এম এ জি ওসমানীসহ অন্য সকল মুক্তিযোদ্ধা ও শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
১৯৫২ সালের ভাষা আন্দোলনের পর থেকেই বাঙালি জাতি বিভিন্ন আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের প্রস্তুতি শুরু করেছে জানিয়ে তিনি বলেন,‘এই দীর্ঘ সময়ে যারা জাতিকে নেতৃত্ব দিয়েছেন এবং যুদ্ধের সূচনা করেছেন তারা সবাই আমাদের সম্মানের দাবিদার।’
আরও পড়ুন: মার্কিন নিষেধাজ্ঞার প্রভাব আরও সুদূরপ্রসারী হতে পারে: বিএনপি
নজরুল ইসলাম খান বলেন, ‘রাজনৈতিক নেতৃত্ব সঠিক ভিত্তি তৈরি না করলে আমরা যুদ্ধে জিততে পারতাম না। সারা বিশ্ব থেকে যারা আমাদের সমর্থন করেছেন তারাও আমাদের সম্মানের দাবিদার। একই সঙ্গে, আমাদের অবশ্যই তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে যারা আমাদের দেশে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদের সাহায্য করেছেন। আমরা যদি অন্যের অবদানকে স্বীকৃতি না দিয়ে নিজেরাই সমস্ত ক্রেডিট নেয়ার চেষ্টা করি তবে এটি মানুষের কাছে গ্রহণযোগ্য হবে না। এটা অন্যায্য।’
২৫ মার্চ মধ্যরাতে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রথম বিদ্রোহ করেছিলেন মেজর জিয়াউর রহমান মন্তব্য করে নজরুল ইসলাম খান বলেন, ‘আমরা তার (জিয়া) কণ্ঠে প্রথমবারের মতো রেডিওতে স্বাধীনতার ঘোষণা শুনেছিলাম। এখন কেউ যদি আমাকে আইন বা আদালতের রায়ের কথা বলে আমি নিজের কানে যা শুনেছি তা বিশ্বাস না করতে বললে আমি কীভাবে তা মেনে নেব?’
তিনি নতুন প্রজন্মকে সত্য জানার চেষ্টা করার আহ্বান জানিয়ে বলেন, ‘মনে রাখবেন, মিথ্যা জানা জ্ঞান নয়।’
আরও পড়ুন: খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা: ২২ ডিসেম্বর থেকে ৩২ জেলায় বিএনপির সমাবেশ
মানবাধিকার লঙ্ঘনের কথা আজ প্রমাণিত: যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রসঙ্গে বিএনপি