সোমবার কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা করোনা প্রতিরোধ সমন্বয় কমিটির সভায় এ তথ্য জানানো হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন সদর আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা আ.ক.ম বাহাউদ্দিন বাহার। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান।
কুমিল্লা সিভিল সার্জন মীর মোবারক হোসাইন বলেন, গত ৩১ জানুয়ারি ভোরে কুমিল্লা জেলার জন্য ২ লাখ ৮৮ হাজার টিকা বরাদ্দ হিসেবে পেয়েছি। ৭ জানুয়ারি থেকে রেজিস্ট্রেশনের মাধ্যমে টিকাদান কর্মসূচি শুরু হয়। ২ লাখ রেজিস্ট্রেশন করে। যার মধ্যে গত ৪২ দিনে বরাদ্দের ১ লাখ ৫৬ হাজার টিকা প্রয়োগ করা হয়েছে। এখনো রয়ে গেছে আরও ১ লাখ ৩২ হাজার টিকা। আগামী ৩০ মার্চ প্রথম পর্বের ডোজের মেয়াদ শেষ হবে। তার মধ্যে হয়তো আগামী ৯ দিনে আরও ৩০ হাজার টিকা দেয়া যাবে। তারপর বাকি থাকা ১ লাখ ২ হাজার অব্যহৃত টিকা ফেরত পাঠানো হবে।
আরও পড়ুন: কুমিল্লায় যুবলীগ নেতাকে গাড়িচাপা: কাউন্সিলর আটক
তবে সভায় জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান বলেন, কোনো টিকাই ফেরত পাঠানো হবে না। আগামী ৯ দিনেই বাকি টিকাগুলো অগ্রাধিকার ভিত্তিতে গ্রামে গ্রামে পাঠানোর ব্যবস্থা গ্রহণ করার জন্য সিভিল সার্জনসহ সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দেন তিনি।
জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিটি টিকা ৪ ডলার মূল্য দিয়ে কিনে এনেছেন। এগুলো ফ্রিতে আসেনি। আমাদের চেয়েও অনেক উন্নত দেশ এখনো পর্যাপ্ত পরিমান করোনার টিকা পায়নি। তাছাড়া করোনা টিকার কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই। সবার উচিৎ সময়মতো টিকা দেয়া এবং মাস্ক পরিধান করা।
মাত্র ৯ দিনে ১ লাখ ৩২ হাজার টিকা প্রদান সম্ভব কিনা এমন প্রশ্নের জবাবে সিভিল সার্জন মীর মোবারক হোসাইন বলেন, আমরা চেষ্টা করব।
সাধারণ মানুষকে উদ্দেশ করে সিভিল সার্জন বলেন, করোনা থেকে বাঁচতে টিকা গ্রহণের বিকল্প নেই। পাশাপাশি সব সময় মাস্ক পরিধান করতে হবে।
আরও পড়ুন: কুমিল্লায় ১০ হাজার ফার্মেসির মধ্যে অর্ধেকেরই লাইসেন্স নেই
সভায় উপস্থিত কুমিল্লা পুলিশ সুপার মো. ফারুক আহমেদ বলেন, করোনা প্রতিরোধে জেলা পুলিশ বদ্ধপরিকর। সে লক্ষ্যে রবিবার সকালে সচেতনতামূলক র্যালি ও নগরীর প্রাণকেন্দ্রে মাস্ক মঞ্চ তৈরি করা হয়েছে। যারা নগরীতে বিভিন্ন কাজে আসেন এবং যাদের মুখে মাস্ক থাকবে না ওই মঞ্চ থেকে তাদের জন্য মাস্ক বিতরণ করা হবে।
সভায় জেলা ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: কুমিল্লায় যাত্রীবাহী বাসে হঠাৎ আগুন: শিশুসহ নিহত ২, আহত ২০