জেলা ও দায়রা জজ আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক এ রায় দেন।
ফাঁসির দণ্ডপ্রাপ্ত শ্রী রবি দাস বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার চন্ডিহারা গ্রামের মৃত বেচু রাম দাসের ছেলে এবং গাইবান্ধা থেকে বগুড়াগামী যাত্রীবাহী বাস নওশা পরিবহনের সুপারভাইজার।
আরও পড়ুন:গাইবান্ধায় নিখোঁজের তিনদিন পর শিশুর মরদেহ উদ্ধার
রাষ্ট্রপক্ষে আইনজীবী ছিলেন পাবলিক প্রসিকিউটর (পিপি) ফারুক আহম্মেদ প্রিন্স এবং আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মাসুদার রহমান বিশ্বাস।
আরও পড়ুন:গাইবান্ধায় শহীদ মিনারে হামলার সময় ককটেল, ছুরিসহ আটক ২
ফারুক আহম্মেদ প্রিন্স জানান, ২০১৮ সালের ৪ নভেম্বর গাইবান্ধার পলাশবাড়ীতে গাইবান্ধা থেকে বগুড়াগামী যাত্রীবাহী বাস নওশা পরিবহনে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশ। এসময় বাসের পেছনের সিটের নিচে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা পাঁচটি পলিথিনের প্যাকেট থেকে ৪৩০ গ্রাম হেরোইন উদ্ধার করে ডিবি পুলিশ। হেরোইন বহনের অভিযোগে বাসের সুপারভাইজার শ্রী রবি দাসকে আটক করে পুলিশ। পরেরদিন রবি দাসকে আসামি করে পলাশবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন গোয়েন্দা পুলিশের উপ পরিদর্শক মো. সাজু মিয়া।
তিনি আরও বলেন, সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ এবং রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তি তর্ক শেষে আসামি শ্রী রবি দাসের উপস্থিতিতে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯ (১) ধারার ১(খ) টেবিল এর অধীনে রবি দাসকে মৃত্যুদণ্ড এবং এক লাখ টাকা অর্থদণ্ডের আদেশ দেন বিচারক দিলীপ কুমার ভৌমিক।
আরও পড়ুন:গাইবান্ধায় পুলিশের গাড়িতে আগুন-হামলা: দুই মামলা দায়ের, গ্রেপ্তার ৫