যুক্তরাষ্ট্রের প্রধান কর্তা হিসেবে দায়িত্ব নেবার পর নিজের প্রথম বিদেশ সফরে ইউরোপকে বেছে নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আর এই সফরের মূল আকর্ষণ হলো রাশিয়ার প্রেসিডেন্টের সাথে বৈঠক।
ইউরোপীয় মিত্রদের সাথে বৈঠকের পর মঙ্গলবার জেনেভায় পৌঁছে নিজেকে রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে বৈঠকের জন্য প্রস্তুত বলে ঘোষণা করেন বাইডেন। সেখানে এক সাংবাদিক বাইডেনের দিকে পুতিনের সাথে বৈঠকের প্রস্তুতির ব্যাপারে প্রশ্ন ছুড়ে দিলে তিনি বলেন, ‘আমি সবসময়ই প্রস্তুত।’
আরও পড়ুন: বাংলাদেশের সাথে সম্পর্ক সুগভীর করতে চান বাইডেন
বুধবার যুক্তরাষ্ট্র-রাশিয়ার এই বৈঠকে প্রথমবারের মতো মার্কিন প্রেসিডেন্ট হিসেবে পুতিনের মুখোমুখী হতে চলেছেন যুক্তরাষ্ট্রের নয়া রাষ্ট্রপতি বাইডেন। আজকের এই আলোচনা যথেষ্ঠ বন্ধুত্বপূর্ণ এবং ফলপ্রসূ হবে না বলেই মনে করা হচ্ছে। তবে বিশ্বের দুই শক্তিশালী দেশের প্রধানদের এই বৈঠকের দিকেই তাকিয়ে আছে বিশ্ব।
আরও পড়ুন: বাইডেন-পুতিনের প্রথম ফোনালাপ: কী কথা হলো তাদের মধ্যে?
দীর্ঘ এক সপ্তাহের ইউরোপ সফরের পর এটাই প্রতীয়মান হচ্ছে, জো বাইডেন মার্কিন পররাষ্ট্রনীতির অংশ হিসেবেই ইউরোপীয় বন্ধু দেশগুলোর সাথে নিবিড় সম্পর্ক জোরদার করতে চাইছেন। এর পাশাপাশি প্রতিদ্বন্দ্বী রাশিয়া ও চীনের সাথে লড়াইয়ে এগিয়ে যাবার চেষ্টাও করছেন।
আরও পড়ুন: করোনা মহামারি ইস্যুতে শি জিনপিং-পুতিন ফোনালাপ
এর আগে গ্রুপ অব সেভেন (জি-৭), ন্যাটো এবং মার্কিন ও ইউরোপীয় ইউনিয়ন সামিটে অংশ নেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেন।