গেল এক সপ্তাহে বিশ্বজুড়ে তার আগের সপ্তাহের তুলনায় প্রায় ৩৫ লাখ বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে। রাশিয়ান বার্তা সংস্থা তাসের তথ্যমতে, গত সপ্তাহের আগের সপ্তাহে অতিরিক্ত শনাক্তের সংখ্যা ছিল মাত্র ৫ লক্ষে।
পশ্চিম ইউরোপ এবং উত্তর আমেরিকার বর্তমান অবস্থা গত মে মাসের মতো রূপ ধারণ করায়, বিশেষজ্ঞরা মনে করছেন বিশ্বজুড়ে করোনার তৃতীয় ঢেউয়ের শুরু হয়ে গিয়েছে। অবশ্য এর আগেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান ড. টেড্রস আধানম গেব্রিয়াসুস বলেছেন যে, মহামারি করোনার আরেকটি ঢেউয়ের মুখে দাঁড়িয়ে আছে বর্তমান বিশ্ব।
বার্তা সংস্থা তাস গত এক সপ্তাহের বিশ্ব করোনার একটি বিশ্লেষণ ভিত্তিক চিত্র তুলে ধরার চেষ্টা করেছে।
আরও পড়ুন: বিশ্বে করোনায় মোট আক্রান্ত প্রায় ১৯ কোটি মানুষ
নতুন সংক্রমণের বৃদ্ধি
গত বসন্তকালের সময় থেকেই যেসব দেশগুলোতে করোনার সংক্রমণ কমে এসেছিল, সেসকল দেশগুলোতে করোনার সংক্রমণ আবারও বৃদ্ধি পাচ্ছে। উদাহরণ স্বরূপ, যুক্তরাষ্ট্রে বর্তমানে প্রতিদিন ৩০ হাজারের অধিক করোনা রোগী শনাক্ত হচ্ছে, যা গত মে মাসের পর থেকেই নিম্মগামী ছিল। এমনকি গত জুনে দেশটিতে সংক্রমণের সংখ্যা ১০ হাজারের নিচে নেমে এসেছিল।
অপরদিকে রাশিয়াতে, পুরো জুন মাস জুড়ে দৈনিক সংক্রমণের সংখ্যা ২০ হাজারের নিচে যায়নি। কিন্তু গত দুইদিন ধরে দেশটিতে সংক্রমণের সংখ্যা ২৫ হাজারের অধিক পরিলক্ষিত হচ্ছে।
এদিকে পশ্চিম ইউরোপের দেশ যুক্তরাজ্যে প্রতিদিন ৫০ হাজারের অধিক এবং নেদাল্যান্ডে ১০ হাজারের অধিক সংক্রমণ ধরা পড়ছে।
এছাড়া ইতালি এবং জার্মানির করোনা পরিস্থিতি প্রায় দ্বিগুণ হারে বৃদ্ধি পেয়েছে, যেখানে ফ্রান্সের করোনা সংক্রমণের হার ১.৬ গুণ বৃদ্ধি পেয়েছে।
আরও পড়ুন: স্ত্রীর পর করোনায় চলে গেলেন সাবেক এমপি আফাজ উদ্দিন
নতুন সংক্রমণের হ্রাস
পরিসংখ্যান অনুযায়ী, ল্যাটিন আমেরিকায় চলা করোনার দ্বিতীয় ঢেউয়ের পর দেশগুলোতে করোনার সংক্রমণ কমছে। ব্রাজিলে টানা দুই সপ্তাহ ধরে সংক্রমণের হার কমে চলেছে, যা বর্তমানে দৈনিক ৪০ হাজারের কম।
ব্রাজিলের প্রতিবেশী দেশ আর্জেন্টিনাতে করোনার সংক্রমণ প্রায় ২.৭ গুণ হারে হ্রাস পাচ্ছে।
অপর দিকে কলম্বিয়াতে প্রায় এক-তৃতীয়াংশ করোনা সংক্রমণ কমেছে। দেশটিতে বর্তমানে প্রতিদিন গড়ে ২০ হাজার নতুন আক্রান্ত শনাক্ত হচ্ছে।
পৃথিবীর আরেক প্রান্তের দেশ সাউথ আফ্রিকাতেও করোনার সংক্রমণ কমতে শুরু করেছে। দেশটিতে গত সপ্তাহেই সর্বোচ্চ সংক্রমণ দেখা গেলেও, বর্তমানে সংক্রমণের হার কমে আসছে।
আরও পড়ুন: দেশে করোনায় মৃত্যু ২০৪, শনাক্ত ৮৪৮৯
মৃত্যুর সংখ্যা বৃদ্ধি
পরিসংখ্যান অনুসারে গত সাত দিনে বিশ্বে প্রায় ৫৫ হাজারের বেশি মানুষ করোনার কারণে মারা গেছেন, যা তার আগের সপ্তাহের তুলনায় প্রায় ২ হাজার ৫শ’ বেশি।
ইন্দোনেশিয়ায় প্রায় প্রতিদিনই করোনায় মৃত্যুর সংখ্যা বাড়ছে। দেশটিতে বর্তমানে প্রতিদিন প্রায় ১ হাজার মানুষ মারা যাচ্ছে, যা গুরুতর অবস্থার দিকে ধাবিত হওয়ার ইঙ্গিত করছে। বিশ্বে এখন পর্যন্ত শুধু ব্রাজিলেই প্রতিদিন প্রায় ১ হাজার ২’ মানুষ মৃত্যুর রেকর্ড দেখা গেছে।
অপরদিকে রাশিয়াতও প্রতিদিনই মৃত্যুর সংখ্যা বাড়ছে। দেশটিতে গত শুক্রবার প্রায় ৮০০ জন করোনা রোগী মারা যায়।
তবে আর্জেন্টিনা এবং কলম্বিয়াতে মৃত্যুর সংখ্যা আশানুরূপভাবে হ্রাস পাচ্ছে।