বিশ্বব্যাপী প্রতিদিনই মহামারি করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। যুক্তরাষ্ট্রের জনস্ হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মোট মৃতের সংখ্যা ৪০ লাখ ৬৪১ জন।
এছাড়া একই সময়ে আক্রান্তের সংখ্যা ১৮ কোটি ৫০ লাখ ১৮ হাজার ৯৩৬ জনে দাঁড়িয়েছে।
আরও পড়ুন: করোনায় একদিনে মৃত্যু ২০০ ছাড়াল
এ পর্যন্ত বিশ্বজুড়ে মোট ৩৩২ কোটি ২০ লাখ ২৮ হাজার ৮২৬ ডোজ করোনার টিকা প্রদান করা হয়েছে।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা ৩ কোটি ৩৭ লাখ ৬৯ হাজার ৮২৯ জন এবং মৃত্যুবরণ করেছে ৬ লাখ ৬ হাজার ২১৫ জন।
আরও পড়ুন: চলতি মাসে কোভ্যাক্সের ৩৫ লাখ টিকা পাবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ২৮ হাজার ৫৪০ জনে। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ১ কোটি ৮৯ লাখ ৯ হাজার ৩৭ জন। মৃত্যুর দিক দিয়ে দেশটির অবস্থান দ্বিতীয়।
এদিকে বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারতে শেষ খবর পাওয়া পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৬ লাখ ৬৩ হাজার ৬৬৫ জন। একই সময়ে মৃত্যু সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ৪ হাজার ২১১ জনে।
আরও পড়ুন: গণটিকার নিবন্ধন শুরু বৃহস্পতিবার
বাংলাদেশ পরিস্থিতি
বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রেকর্ড ২০১ জনের মৃত্যু হয়েছে, যা একদিনে সর্বোচ্চ মৃত্যু। এছাড়া করোনা ভাইরাসে আরও ১১ হাজার ১৬২ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট শনাক্ত ৯ লাখ ৭৭ হাজার ৫৬৮ জনে দাঁড়িয়েছে।
আরও পড়ুন: বাংলাদেশে যৌথভাবে টিকা উৎপাদনে চীনা প্রতিষ্ঠানগুলো কাজ করছে: চীনা উপরাষ্ট্রদূত
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৩৫ হাজার ৬৩৯টি। শনাক্তের হার ৩১.৩২ শতাংশ। মৃতদের মধ্যে ১১৯ জন পুরুষ এবং ৮২ জন নারী।
নতুন করে করোনা থেকে সুস্থ হয়েছেন ৫ হাজার ৯৮৭ জন। মোট সুস্থ হয়েছেন ৮ লাখ ৫০ হাজার ৫০২জন। সুস্থতার হার ৮৭.০০ শতাংশ। মৃত্যুর হার ১.৬০ শতাংশ।